কক্সবাজার টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকতে হ্যাচারিতে জন্ম নেওয়া ১৫০টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা  অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে দ্বীপের শীলবনিয়া পশ্চিম পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে হ্যাচারিতে জন্ম নেওয়া কাছিমের এই ছানাগুলো অবমুক্ত করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিনে কর্মরত ইউএনডিপি কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।তিনি জানিয়েছেন, ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর দুই বছর ধরে সেন্টমার্টিনে অবস্থিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন `আমারসেন্ট মার্টিন’র সহযোগীতায় হ্যাচারিতে জন্ম নেওয়া কাছিমের এই ছানাগুলো সাগরে অবমুক্ত করেছে। তবে এর আগেও উক্ত হ্যাচারিতে জন্ম নেওয়া কাছিমের ছানা অবমুক্ত করেছিল।তিনি আরো জানান, এই হ্যাচারিতে ১০টি মা কাছিমের ১ হাজার ২০০টি ডিম সংগ্রহ করা হয়। এরপর ঐ ডিম গুলো ২০টি গর্তে সংরক্ষণ করা হয়। তার মধ্যে (বৃহস্পতিবার) ২টি গর্ত থেকে ১৫০টি কাছিম ছানা উদ্ধার করে সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলা-ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের
হামলা-ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের

যে কোনো ধরনের স্থাপনায় কোনো ধরনের হামলা-ভাঙচুর না চালাতে এবং জানমালের ক্ষয়ক্ষতি না করতে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন