ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপালিকানের রাজধানীতে জনপ্রিয় একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। বুধবার (৯ এপ্রিল) কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে অভিযান চলছে। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। খবর রয়টার্স ধারণা করা হচ্ছে, এখনও ২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় লাগতে পারে তাদের উদ্ধার করতে। এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে দেড় শতাধিক মানুষকে। উদ্ধারকাজে যোগ দিয়েছে ৪শ’ উদ্ধারকর্মী। গত মঙ্গলবার নাইটক্লাবটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের পাশে দুইদিন ধরে স্বজনদের ফিরে পাওয়া আশায় অপেক্ষা করছে অনেক পরিবার। রাজধানী সান্তো ডমিনিঙ্গতে অবস্থিত জেট সেট ক্লাবের নামনে অনেক পরিবার নিখাঁজ থাকা স্বজনদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছে। অনেকে আবার নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে পুলিশের কাছে ছবি দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট জানান, নিহতদের তালিকায় দেশটির এক পৌরসভার গভর্নরও রয়েছেন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ক্লাবটিতে পারফর্ম করছিলেন রুবি পেরেজ নামের এক সঙ্গীতশিল্পী। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র হোমেরো ফিগিউরোয়া এক বিবৃতিতে বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে জীবিত থাকার আশা ছেড়ে দিয়ে বরং মরদেহ উদ্ধারে কাজ চলবে। অন্যান্যদের মধ্যে ওই নাইটক্লাবের বাইরে ছিলেন অ্যালেক্স ডি লেয়নের সাবেক স্ত্রী। এছাড়াও ছিলেন তার একজন কাছের বন্ধু। ঘটনার পর থেকেই অ্যালেক্স তাদের খুঁজে বেড়াচ্ছেন। তিনি বলেন, এখন পর্যন্ত আমি তাদের কোনো খোঁজ পায়নি। মা নিখোঁজ থাকায় কান্না করছে তার দুই সন্তান। অ্যালেক্স তাদেরকে মা কাজে আছেন বলে সান্তনা দিচ্ছেন। মঙ্গলবার বিকাল থেকে কর্তৃপক্ষ আর কোনো জীবিতকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে ১৫৫ জন মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যারা এখনও নিখোঁজ রয়েছে তাদের আত্মীয় স্বজনরা ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। এছাড়া ঘটনার দিন তারা যে কাপড় পড়ে অনুষ্ঠানে গিয়েছিলেন, তার বর্ণনা করছেন। কারণ তাদের বিকৃত দেহ পাওয়া গেলেও যেন তা শনাক্ত করা সম্ভব হয়। এ ঘটনায় পার্শ্ববর্তী দেশ হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস আইমি এক্স পোস্টে শোক প্রকাশ করেছেন এবং স্বজন হারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন নীলাঞ্জনা নীলা
নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন নীলাঞ্জনা নীলা

নির্মাতা সৌদের পরিচালনায় কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন নীলা।

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: হানিফ
জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: হানিফ

ভোটাররা কেন্দ্রে যাবে না বলে বিএনপি নেতারা যে কথা বলছেন, তা জনগণ সমর্থন করে না।

‘এক টেবিলে বাংলাদেশ ভারত-চীন’
‘এক টেবিলে বাংলাদেশ ভারত-চীন’

১২ই ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মিয়ানমারে বিদ্রোহীদের অবস্থানে বাংলাদেশের সীমান্তে আতঙ্কের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে আগরতলামুখী বিএনপি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন