গত ৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের ফিলিস্তিনের ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী সানি সরকারের ওপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সানজিদুল ইসলাম শিহাব বলেন, গত ৭ এপ্রিল সানির ওপর হিজবুত তাহরীরের সমর্থকরা হামলা চালিয়ে আহত করেছে । সানি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পর্যন্ত সকল প্রকার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছে। তার ওপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের হামলার প্রতিবাদ জানাচ্ছি।তিনি বলেন, আমরা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলায় যারা জড়িত ছিল তাদের ভিডিও, ছবি এবং প্রমাণসহকারে স্মারকলিপি দিয়েছি। আমরা দাবি জানিয়েছি যারা এর সাথে জড়িয়ে তাদেরকে দ্রত আইনের আওতায় আনতে হবে। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কঠর কর্মসূচিতে যাবো।একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী নাবিলা তালুকদার বলেন, গত ৭ এপ্রিল সানি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের কালো পতাকা নামাতে বললে মব সৃষ্টি করে তাকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও মবের কথাই বলছে। সে যদি মারা যেত তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কী জবাব দিত? আমরা সানির ওপর এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কার্যক্রম ক্যাম্পাসসহ সারাদেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। কাজী খবিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মব সৃষ্টির মাধ্যমে সানি সরকারের ওপর হামলা চালিয়েছে। পরবর্তিতে আমরা দেখেছি একটি বেসরকারি টেলিভিশন হলুদ সাংবাদিকতার মাধ্যমে হেডলাইন করেছে সানি ইসরায়েলের পক্ষে স্লোগান দিয়েছে তাই তাকে মারধর করা হয়েছে। আমরা সংবাদ মাধ্যমদের আহ্বান জানাই আপনারা নিরপেক্ষতার জায়গা থেকে সঠিক সংবাদ প্রচার করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা বাংলাদেশ থেকে হিজবুত তাহরীরের সকল কার্যক্রম নিষিদ্ধ চাই।ওই কর্মসূচিতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় শিক্ষার্থীরা ” সানির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “ওয়ান টু থ্রী ফোর, হিজবুত তাহরীর নো মোর”, ” হিজবুত তাহরীরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাজু ভাস্কর্যের ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচিতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের ব্যানার নামাতে বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানি সরকারের ওপর হামলার ঘটনা ঘট। এতে সানি সরকারসহ বেশ কয়েকজন ঢাবি শিক্ষার্থী আহত হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শপথ নিলেন আপিল বিভাগের ৩ নতুন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের ৩ নতুন বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন শপথ নিয়েছেন।

বহিষ্কৃত আ.লীগ নেতার বাড়িতে মিললো ককটেল-ম্যাগজিন
বহিষ্কৃত আ.লীগ নেতার বাড়িতে মিললো ককটেল-ম্যাগজিন

ঝিনাইদহ সদর উপজেলার কুমরাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফের বাড়ি থেকে ককটেল, দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের Read more

এ বছর শীত কম হবে, নাকি বেশি হবে?
এ বছর শীত কম হবে, নাকি বেশি হবে?

রংপুর বা রাজশাহী বিভাগে আরও আগে থেকে শীতের আমেজ চলছে। উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

গাজীপুরে অগ্নিসংযোগ-ভাঙচুরে ৫০ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি  
গাজীপুরে অগ্নিসংযোগ-ভাঙচুরে ৫০ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি  

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার ক্ষতচিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে আছে গাজীপুরের বিভিন্ন স্থানে। হামলা, লুটপাট, অগ্নিসংযোগে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনের Read more

সাভারে নিহতের সংখ্যা অন্তত ৩১ জন
সাভারে নিহতের সংখ্যা অন্তত ৩১ জন

ঢাকার সাভারে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সোমবারের সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন