গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন স্ত্রী সারা নেতানিয়াহু। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনার জন্য ওয়াশিংটন সফর করছেন নেতানিয়াহু। আগামী দুই দিন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকগুলোর মূল আলোচ্য বিষয় হলো গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং সেখানে এখনো আটক থাকা ৫৯ জন জিম্মির মুক্তি। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি নিয়ে আলোচনা, যার আওতায় ইসরায়েলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সফর ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময় পর, রবিবার বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন নেতানিয়াহু। এই সফর মঙ্গলবার পর্যন্ত চলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাড়তেও পারে। নেতানিয়াহু তার স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনে পৌঁছার পরপরই বিমানবন্দর থেকে একটি গাড়িবহরের মাধ্যমে ব্লেয়ার হাউসে যান। সেখানে তিনি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করেন।এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, বৈঠকটি ‘উষ্ণ এবং ফলপ্রসূ’ ছিল।ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নেতানিয়াহু এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস
নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

টানা ৪ বছরের চেষ্টায় নিজের তৈরি আল্ট্রা লাইট বিমান আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা Read more

বেনজীর, আজিজের ‘দুর্নীতি’ ও ভারতে এমপি খুনের ইস্যুতে নানা প্রশ্ন আর সমালোচনা
বেনজীর, আজিজের ‘দুর্নীতি’ ও ভারতে এমপি খুনের ইস্যুতে নানা প্রশ্ন আর সমালোচনা

আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় সংসদ সদস্য আর সরকারের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে থেকে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ক্ষমতাসীন দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন