ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। বিজিবি মহাপরিচালকের অনুপস্থিতিতে তার কার্যালয়ে স্মারকলিপি পৌঁছানো হয়েছে— এমন আশ্বাসে আজকের মতো পিলখানার ৪নং গেটের সামনে থেকে সরে যান তারা। আজ রবিবার (০৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কর্মসূচিতে আসা চাকরিচ্যুত বিডিআর সদস্য তারেক আজিজ।  তিনি গণমাধ্যমকে বলেন, আমরা সশরীরে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তবে স্মারকলিপি গ্রহণ করে তা ডিজি কার্যালয়ে পৌঁছানো হয়েছে বলে আশ্বস্ত করা হয়েছে। রমনার ডিসি মাসুদ আলম প্রায় পুরো সময়টা আমাদের সঙ্গে ছিলেন। তিনি আরও জানিয়েছেন- বিজিবি মহাপরিচালক সদর দপ্তরের বাইরে রয়েছেন। তাই আমরা ফিরে যাচ্ছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পযর্ন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে ঘোষণা দিয়ে সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত পাঁচ শতাধিক সাবেক বিডিআর সদস্য জিগাতলা ও এর আশপাশে অবস্থা নেন। এ কর্মসূচিকে ঘিরে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪নং গেট এলাকায় নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়। এ অবস্থান কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বিজিবি সদস্য। দেখা গেছে রায়টকার ও জলকামানও।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুরবানির পশুর রক্তে আরোগ্য লাভ হয়?
কুরবানির পশুর রক্তে আরোগ্য লাভ হয়?

প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন যে কেউ ‘নিসাব’ পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক। অর্থাৎ, কেউ Read more

লক্ষ্মীপুরে বহুতল ভবন দখল গ্রেপ্তার ৪১
লক্ষ্মীপুরে বহুতল ভবন দখল গ্রেপ্তার ৪১

লক্ষ্মীপুরে বেআইনিভাবে তিনতলা বাণিজ্যিক ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখলের ঘটনার মামলায় অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ ৪১ জনকে গ্রেপ্তার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন