রাজধানীর শাহবাগে ফুল মার্কেটের একটি টিনসেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে লেগে ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শাহবাগ ফুলের মার্কেটে এ আগুন লাগে। দগ্ধরা হলেন- রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫) মো. ফয়েজ (৩০), মো. কালু মিয়া (৩৫) ও মো. শামীম (৪৫)।দগ্ধরা জানান, তারা শাহবাগ ফুলের মার্কেট সংলগ্ন একটি টিনসেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরে বিক্রি করে। রাতে তারা পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার কাজ করছিল। এ সময় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে তারা পাঁচজন দগ্ধ হয়। পরে তারা নিজেরাই রিকশাযোগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চলে যায়।ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড সার্জারি  ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছে। এদের মধ্যে রিয়াজুলের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ ও ফয়েজের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে।এবং কালু ও শামীমের সামান্য ঝলসে গেছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ফুলের মার্কেটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ায় পরে আরও দুটি ইউনিট যোগ করা হয়। এই পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ট অ্যাটাকের ৬টি লক্ষণ এবং যা করবেন
হার্ট অ্যাটাকের ৬টি লক্ষণ এবং যা করবেন

হার্ট বা হৃদযন্ত্রের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য হার্টে পর্যাপ্ত রক্ত সরবরাহ দরকার হয়। হার্টে রক্ত সরবরাহকারী রক্তনালী যদি বন্ধ Read more

আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকের প্রধান কেরি কেনেডি
আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকের প্রধান কেরি কেনেডি

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি আয়নাঘর পরিদর্শন করেছেন। বুধবার (১৪ মে) সকালে প্রধান উপদেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন