গতকাল গণমাধ্যমে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রকাশিত হয়েছিল ১০০ জন, আজ তা ৮৬। সংখ্যা যাই হোক না কেন এ বিষয়ে যে কারও মাথা ব্যাথা নেই। তথা কথিত বিশ্ব মানধিকার সংস্থা গুলোর প্রতিক্রিয়া এবং কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিশ্বের শান্তি প্রিয় মানুষের মনে। অনেকেই মনে করে শুধু ইসরায়েলের একক সিদ্ধান্তে দিনের পর দিন এমন ভয়ঙ্কর হামলা পরিচালিত হচ্ছে না এ হামলার পিছনে পশ্চিমাদের পূর্ণ সহযোগিতা রয়েছে।  জানাযায়, প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫০ হাজার ৬০৯ জন এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত ১৫ দিনে গাজায় নিহত হয়েছেন ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে যে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে।জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে হামলার বিষয়ে ইরানকে হুঁশিয়ার করলেন প্রেসিডেন্ট জো বাইডেন
ইসরায়েলে হামলার বিষয়ে ইরানকে হুঁশিয়ার করলেন প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “আমরা ইসরায়েলের সুরক্ষায় নিবেদিত। আমরা ইসরায়েলকে সমর্থন করবো। ইসরায়েলের সুরক্ষায় সহায়তা করবো এবং ইরান সফল Read more

দেবীগঞ্জে ফার্মেসির ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেবীগঞ্জে ফার্মেসির ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিজ ফার্মেসির ভেতর থেকে শ্যামল সেন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ মার্চ) রাত Read more

টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কী হচ্ছে?
টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কী হচ্ছে?

টঙ্গীর মাঠ আর ঢাকার কাকরাইল মসজিদের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ এবং পাল্টা-পাল্টি কথার লড়াই দেখা যাচ্ছে। উভয় পক্ষই Read more

আ.লীগের মূল লক্ষ্য সংগঠনকে ঐক্যবদ্ধ করা: হানিফ 
আ.লীগের মূল লক্ষ্য সংগঠনকে ঐক্যবদ্ধ করা: হানিফ 

এ কারণে উপজেলা নির্বাচনের পর ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সব মেয়াদউর্ত্তীর্ণ কমিটির কাউন্সিল করা হবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন