সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অর্থনীতি সম্পাদক ফয়সাল আহমেদ জানিয়েছেন, বৈশ্বিক অর্থনীতিতে নতুন শুল্কের প্রভাব ‘বিশাল’ হবে। তিনি বলেছেন, ১৯৩০ সালে অভ্যন্তরীণ ব্যবসা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ করে। যা সুরক্ষাবাদ হিসেবে পরিচিত। এরপর প্রায় ১০০ বছরেও যুক্তরাষ্ট্রের শুল্ক এত উচ্চ দেখা যায়নি। এমনকি রাতারাতি এশিয়ার পুঁজিবাজারের দরপতনের সময়ও এমনটি হয়নি।ট্রাম্প যা করেছেন সেটি বৈশ্বিক বাজারে ব্যাপক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন তিনি।ট্রাম্প বিশ্বের সব দেশের সব পণ্যের ওপর যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন সেটি শুক্রবার থেকে কার্যকর হবে। এর উপরে ‘বাণিজ্য উদ্বৃত্ত’ থাকায় কয়েক ডজন দেশের ওপর পারস্পরিক শুল্কও আরোপ করা হবে।এদিকে এবিষয়ে বিবিসির অর্থনীতি সম্পাদক জানিয়েছেন, এশিয়ার দেশগুলোর (বাংলাদেশসহ) ওপর ট্রাম্পের অত্যাধিক শুল্ক আরোপের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ ট্রাম্পের এমন সিদ্ধান্ত এসব দেশের কয়েক হাজার কোম্পানি, ফ্যাক্টরি এমনকি পুরো দেশেরই ব্যবসার মডেল পরিবর্তন করে দিতে পারে।বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর ‘সাপ্লাই চেইন’ তাৎক্ষণিকভাবে ভেঙে যেতে পারে। আর অত্যাসন্ন এ প্রভাব এই দেশগুলোকে চীনের দিকে ঠেলে দিতে পারে।ট্রাম্প এসব করছেন যুক্তরাষ্ট্রের আমদানি-রপ্তানির মধ্যে থাকা ব্যবধান শূন্যের কোটায় নিয়ে আসার জন্য। যা বৈশ্বিক অর্থনীতির আগের সবকিছু পরিবর্তন করে দেবে।নতুন শুল্ক আরোপের প্রভাব যেসব ফ্যাক্টরির ওপর পড়বে সেগুলো অন্যত্র সরিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে। তবে পূর্ব এশিয়ার যেসব দেশে ৩০ থেকে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেসব দেশের উৎপাদিত কাপড়, খেলনা এবং বৈদ্যুতিক জিনিসপত্রের দাম খুব দ্রুত বৃদ্ধি পাবে।এই দেশগুলোর ওপর শুল্ক আরোপের কারণে ইউরোপের কিছু ভোক্তা লাভবান হতে পারে বলে জানিয়েছেন তিনি। শুল্ক আরোপের প্রভাবে সামাজিক মাধ্যম সেবায় যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের একচেটিয়া বিধানেও ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন বিবিসির এ সাংবাদিক। শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রে যে মূল্যস্ফীতি দেখা দেবে সেটির কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়াতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শেষে বিবিসির সাংবাদিক  ফয়সাল আহমেদ বলেছেন, সবকিছু বিবেচনায় মনে হচ্ছে বিশ্বে একটি অপ্রীতিকর বাণিজ্য যুদ্ধ অত্যাসন্ন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
রংপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রংপুরের মিঠাপুকুরে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে Read more

কলেজ অধ্যক্ষ ক্যাটাগরিতে জাবি সিন্ডিকেট সদস্য হলেন ২ অধ্যাপক
কলেজ অধ্যক্ষ ক্যাটাগরিতে জাবি সিন্ডিকেট সদস্য হলেন ২ অধ্যাপক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাকাডেমিক কাউন্সিল থেকে কলেজ অধ্যক্ষ ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে দুজন নির্বাচিত হয়েছেন।

দলবদল: প্রেমিকার পর তৃণমূলে বনি
দলবদল: প্রেমিকার পর তৃণমূলে বনি

ভারতীয় বাংলা সিনেমার নায়ক বনি সেনগুপ্ত।

নাটোরে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ প্রশাসনের
নাটোরে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ প্রশাসনের

নাটোরের নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার(২০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মাধনগরের ভট্টপাড়ায় অভিযান চালিয়ে ঘোড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন