প্রতি বছরের ন্যায় এবারও পাবনার ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই। লড়াইয়ের সঙ্গে তাল মিলিয়ে করতালির মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা।সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে উপজেলার কলেজ পাড়া মোড়ে এ মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই খেলা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। লড়াইয়ে উপজেলার কলেজ পাড়া, উত্তর মেন্দা, চৌবাড়ীয়া মাষ্টার পাড়াসহ বিভিন্ন এলাকার ১০০টি মোরগ অংশ নেয়।সরেজমিনে দেখা যায়, এক এক বারে দুটি করে মোরগ লড়াইয়ে অংশ নেয়। লড়াইয়ের একপর্যায়ে পরাজিত মোরগগুলো একে একে তার মালিকের কাছে ফিরে যায়। বিজয়ী মোরগগুলোকে কোলে নিয়ে মালিকরা উল্লাস করতে থাকে। এই ঐতিহ্যবাহী মোরগ লড়াইকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শত শত মানুষ এ আয়োজনে উপস্থিত হয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া এলাকার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ, কলেজ পাড়া এলাকার আজমত আলী, চলনবিল সাহিত্য সংসদের সভাপতি নুরুজ্জামান সবুজসহ বেশ কয়েকজন দর্শনার্থী জানান, ছোটবেলা গ্রামে মোরগ লড়াই দেখেছি। সেসময় বেশ উৎসাহ আর উদ্দীপনা ছিল। এ খেলা আমাদের প্রাণের খেলা। লড়াই চলাকালে একটি মোরগ অপর একটি মোরগকে নানা কৌশলে পরাস্ত করেছে। লড়াইয়ে অংশ নেয়া প্রতিটি মোরগই বিজয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। মোরগ লড়াই প্রতিযোগিতায় পৌরসভার কলেজ পাড়া এলাকার বাঁধনের কক ফাইটার ও নাজদুলের পাহাড়িকা ফাইটার নামের দুটি মোরগ বিজয়ী হয়।এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি জীবন হোসেন বকুল সময়ের কন্ঠস্বরকে বলেন, এক সময় গ্রামগঞ্জের ঐতিহ্য ছিল মোরগ লড়াই। এখন খুব একটা দেখা মেলে না এ ধরনের প্রতিযোগিতার। ভাঙ্গুড়ায় ভবিষ্যতেও এ খেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিবের বাংলাদেশ দলে জায়গা নিয়ে প্রশ্ন?
সাকিবের বাংলাদেশ দলে জায়গা নিয়ে প্রশ্ন?

ক্ষমতার পালাবদলে পরিবর্তনের জোর হাওয়া যখন সব ক্ষেত্রেই বইতে শুরু করে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এর বাইরে থাকে কী Read more

কক্সবাজার সদর হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি 
কক্সবাজার সদর হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি 

কক্সবাজারের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে।

খালেদার মুক্তি ও দেশ রক্ষার শপথ নিলো বিএনপির ঢাকা মহানগর কমিটি
খালেদার মুক্তি ও দেশ রক্ষার শপথ নিলো বিএনপির ঢাকা মহানগর কমিটি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আংশিক কমিটি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন