এটি যিশুর জন্মের প্রায় ৯৫০ বছর আগের কথা। মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশটিকে আমরা আজ ‘ইয়েমেন’ বলি, তার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সে সময় এক ধনী জাতির বসবাস ছিল। শাবা নামের সেই দেশের রানি কীভাবে জেরুসালেমের রাজা সোলায়মানের অধীনে এসেছিলেন, সেই বর্ণনা এসেছে বাইবেল ও কোরআনে।
Source: বিবিসি বাংলা