পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার (২৯ মার্চ) থেকে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ব্যতীত বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঈদুল ফিতর উপলক্ষে শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ২৯ মার্চ থেকে শুরু করে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৮ দিন বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। চিঠির মাধ্যমে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল রবিবার থেকে পুনরায় দুইদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে বলে জানিয়েছেন তিনি।হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হলেও সরকারি ছুটি ব্যতীত হিলি স্থলবন্দরের অভ্যন্তরের সকল কার্যক্রম ও কাস্টমসের সকল কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকরা চাইলে বন্দরে আটকে থাকা তাদের পণ্য শুল্ক পরিশোধসাপেক্ষে ছাড়করণ করিয়ে নিতে পারবেন। এ ছাড়া পাসপোর্ট যাত্রীদের চলাচলের ক্ষেত্রে কাস্টমসের একটি বিভাগ সব সময় চালু থাকবে বলেও জানান তিনি। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রী পারাপারে কোনও বন্ধ নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্ট যাত্রীরা দুদেশের মাঝে যাতায়াত করতে পারবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প, বসাতে চান নতুন পদে
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প, বসাতে চান নতুন পদে

রাজনৈতিকভাবে এটি বেশ বিব্রতকর একটি বিষয়, যা সম্ভবত জাতিসংঘের পদে নিয়োগ নিশ্চিত করার শুনানিতে উঠে আসবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)’ পদে একাধিক পুরুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন