গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।শুক্রবার (২৮ মার্চ) সকাল সাতটার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে তাদের নাম রাজু ও জিয়ারু বলে জানা গেছে। একজন পিকআপের হেলপার, আরেকজন মুরগি ব্যবসায়ী ছিলেন।সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ সময়ের কণ্ঠস্বরকে জানান, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় দাড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। এছাড়া, পিকআপ চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Source: সময়ের কন্ঠস্বর