চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৩ কেজি ৬ গ্রাম স্বর্ণসহ আফসার আলী নামে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি দামুড়হুদা উপজেলার ঝাঝাডাংগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. আফসার আলী (২৮)।বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাজমুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, স্বর্ণের একটি চালান দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া প্রাইমারী স্কুল সংলগ্ন পাঁকা রাস্তার পাশে নেয়। বিকেল ৪ টার সময় বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে। এ সময় বিজিবি টহলদল আটককৃত ব্যক্তির কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে হতে ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্নের ছোট টুকরা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২শ’ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করতঃ থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার
টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় টেকনো টেক্সটাইল মিলে কর্মরত এক শ্রমিকের লাশ মিলের টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৬ এপ্রিল) Read more

আজ ২৯ মার্চ, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৯ মার্চ, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন