মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বৈদ্যেরগাও এলাকায় ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের নিজস্ব জমিতে থাকা সাতশত গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তকারীরা। বুধবার (২৭ মার্চ) রাতের কোন এক সময়ে বাগানটিতে আগুন দেয় দুর্বৃ্ত্তরা। এতে প্রায় তিনশ’ আম গাছ ও দুইশত লেবু গাছ ও শতাধিক বনজ গাছ পুড়ে যায়।জানাযায়, উপজেলার বৈদ্যেরগাও এলাকায় দেশের ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের ক্রয়কৃত জমি এবং ব্যক্তি মালিকানার ৭০ বিঘা জমিতে দেশীয় বিভিন্ন প্রজাতি ফলজ এবং বনজ গাছ রোপণ করা হয়। গত কয়েক বছর ধরে গাছ গুলোতে ফলন আসছে। বিগত বছর গুলোতে বিভিন্ন সময় গাছের ফল চুরি হলেও এ ধরণের কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি। গতকাল দুবৃত্তকারীদের দেওয়া আগুনে এই ফল বাগানের প্রায় সকল গাছই পুড়ে গেছে। এ বিষয়ে স্থানীয় এক চাষী নাম না প্রকাশের শর্তে বলেন, ‘কেউ শত্রুতা করে বাগানে আগুন ধরিয়ে দিয়েছে। প্রথমে আগুন দেওয়ায় বিষয়টি বুঝতে পারিনি। পরের দিন সকালে বাগান দেখতে গিয়ে আগুনের বিষয়টি জানতে পারি। দুর্বৃত্তকারীরা গাছের গোড়ায় পেট্টোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এমনটাই ধারণা স্থানীয়দের। ফল বাগানের কেয়ারটেকার আঃ সাত্তার বলেন, ফজর নামাজের পর আমাকে পাশের বাড়ির এক মেয়ে ফোন দিয়ে বলেন কাকা আমাগো কি আগুন দিয়ে পুইরা লাইবেন। আমি বললাম কেন কি হইছে মা।  পরে জানতে পারি বাগানে দাউ দাউ করে আগুন জ্বলছে।  আমি দেখে প্রায় অজ্ঞান হয়ে যাই। গাছ পুড়িয়ে দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার বলেন, এ ধরণের কর্মকাণ্ড ভাষায় প্রকাশ করার মতো না। এতগুলো গাছ পুড়িয়ে ফেলার মতো কাজ কোন মানুষ করতে পারে এটা ভাবতে অভাক লাগছে। তিনি বলেন, বাগানের বেশিরভাগ ফলই তো আশে পাশের মানুষ এবং পশু পাখি খায়। সেখানে বাগানের এ গাছ গুলো পুড়িয়ে দেওয়ার কোন কারণ দেখছি না। তাছারা কারো সাথে আমাদের কোন প্রকার শত্রুতাও নেই যে কারণে কেউ এমনটা ঘটাতে পারে। তবে যারাই এ ধরণের নেক্কারজনক কাজটি করেছেন তাদের আইনের আওতায় আনা জরুরি বলে আমি মনে করি।গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ সময়ের কণ্ঠস্বরকে বলেন, গাছ পুড়িয়ে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান পুলিশের এ কর্মকর্তা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম, সুপ্রিম কোর্ট ঘেরাও
প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম, সুপ্রিম কোর্ট ঘেরাও

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

খুলনায় ৩০০ ছাত্রীর বাল্যবিয়ে না করার শপথ
খুলনায় ৩০০ ছাত্রীর বাল্যবিয়ে না করার শপথ

‘বাল্যবিবাহকে না বলতে হবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে’— এভাবে বাল্যবিবাহ বন্ধের শপথ করল খুলনার মাধ্যমিক পর্যায়ের তিনশত ছাত্রী।

সুমনের খামারে প্রস্তুত ৮৬টি কোরবানির গরু
সুমনের খামারে প্রস্তুত ৮৬টি কোরবানির গরু

কোরবানির ঈদে বিক্রির জন্য সুমন সরকারের খামারে প্রস্তুত করা হয়েছে উন্নত জাতের ৮৫টি গরু। 

খুলনার সাবেক সিটি মেয়র খালেকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা
খুলনার সাবেক সিটি মেয়র খালেকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

মহানগরীর খালিশপুর থানা বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কার্যালয় ২০২২ সালের ২৭ আগস্ট ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন