গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপর শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করায় এক পয়েন্ট পায় হাভিয়ের কাবরেরার দল। ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন। আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন। এর আগে, শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন জামাল-হামজারা।গত ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন। পরের দিন ঢাকায় অনুশীলন করেন। ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে। হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহুগুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে আশার আলোর সৃষ্টি হয়েছে।  এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। যদিও স্টেডিয়ামটির সংস্কার এখনো চলমান। আর ভারতের বিপক্ষে ফিরতি লেগ ১৮ নভেম্বর ঢাকায়। প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট পাওয়ার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ভারতের বিপক্ষে গোলের সুযোগ নষ্টের মিছিলে এক হামজা চৌধুরীই ছিলেন উজ্জ্বল। যে কারণে ভালো ফুটবল খেলেও আর জেতা হয়নি তপু-রাকিবদের।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষনের সংবাদ: শবনম ফারিয়া
প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষনের সংবাদ: শবনম ফারিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের পাশাপাশি সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতে দেখা যায় তাঁকে। সম্প্রতি Read more

অস্ট্রিয়া সীমান্তে, আলগয়ে
অস্ট্রিয়া সীমান্তে, আলগয়ে

ইউরোপে শীতকাল শৈবালজমা পাথুরে সৈকতের মতো, যার চারপাশে গড়ে রাখা আছে গহীন পরিখা। অকারণে কিছুই ভালো না লাগলে বুঝতে হবে পা Read more

সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত: মির্জা ফখরুল ইসলাম
সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত: মির্জা ফখরুল ইসলাম

সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস না। সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা Read more

“আমাদের পালাতেই হতো”: ইসরায়েলি বোমা বর্ষণে লেবাননে তীব্র আতঙ্ক
“আমাদের পালাতেই হতো”: ইসরায়েলি বোমা বর্ষণে লেবাননে তীব্র আতঙ্ক

ইসরায়েলের তীব্র আক্রমণের জেরে দক্ষিণ লেবাননে বাসরত বহু পরিবারই ঘর ছেড়েছেন। কোনওমতে তাদের জিনিসপত্র একত্র করে গাড়ি, ট্রাক বা মোটরসাইকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন