চৈত্রের প্রখর রোদের মধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। শুষ্ক আবহাওয়ায় ক্রমেই যেন তা বাড়ছে। এই অবস্থায় বৃহস্পতিবার (২৭ মার্চ) বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষ ৯ নম্বরে উঠে এসেছে ঢাকা। সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি।শহরটির বাতাসের মানের স্কোর ২৯৭। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ২১৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষ নম্বরে আছে নেপালের কাঠমান্ডু। শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর।এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। ১৮৯ স্কোর নিয়ে শহরটির বাতাস আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। অন্যদিকে তালিকার শীর্ষ ৯ নম্বরে ১৫২ স্কোর নিয়ে অবস্থান করছে রাজধানী ঢাকা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেন্ডুলামে ঝুলছে সাউথগেটের ভবিষ্যৎ
পেন্ডুলামে ঝুলছে সাউথগেটের ভবিষ্যৎ

কথা দিয়েছিলেন ইংল্যান্ডকে ৫০ বছরের সেরা রাত উপহার দেবেন গ্যারেথ সাউথগেট। ইউরোর শিরোপা জিতে ইংল্যান্ডকে সাফল্যে ভাসাবেন।

ঘরের তালা কেটে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪
ঘরের তালা কেটে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

ব্যবসায়িক কাজের কথা বলে হোটেলে থেকে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় চুরি করতে আসা আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ক্ষত চিহ্ন লুকিয়ে শুটিংয়ে ক্যানসার আক্রান্ত হিনা খান
ক্ষত চিহ্ন লুকিয়ে শুটিংয়ে ক্যানসার আক্রান্ত হিনা খান

ভারতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত।

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আওয়ামীপন্থী, সম্পাদক বিএনপিপন্থী
কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আওয়ামীপন্থী, সম্পাদক বিএনপিপন্থী

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতিসহ ৫ টি পদে এবং বিএনপি সমর্থিতরা সাধারণ সম্পাদকসহ ৯ টি পদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন