চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজারের মুহাম্মদ পুর স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলামের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা অভিযোগ এবং লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের সাবেক  শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী।বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় আধারমানিক রাস্তামাথা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, মফিজ স্যারের বিরুদ্ধে ওলিউল্ল্যাহ চৌধুরী যে অভিযোগ করেছে আসলে তা মিথ্যা ও বানোয়াট, যার কোনো ভিত্তি নেই। বক্তারা আরও বলেন, মূলত মফিজ স্যারের সম্মানহানি ও লাঞ্ছিত করার জন্যই এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বক্তারা আরো বলেন, ওলিউল্ল্যাহ চৌধুরী স্বৈরচারের দোসর,বিগত সব চেয়ারম্যানের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করছে। এখনও করতে চাচ্ছে।এসময় স্কুলের সাবেক সভাপতি জেসমিন আক্তার বলেন, “আমি সভাপতি থাকা অবস্থায় ওলিউল্ল্যাহ চৌধুরী  সহ কয়েকজন মিলে স্কুলের গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে, কিন্তু সেই অর্থের কোনো হিসাব কাউকে দেওয়া হয়নি।”ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “স্কুলের প্রধান শিক্ষক একক ক্ষমতাবলে এক পরিবারের সদস্যকে দাতা সদস্য করতে পারেন না। একাধিক দাতা সদস্য থাকলে তাদের পরামর্শ নিতে হয়। যদি শিক্ষক কোনো ভুল করে থাকেন, তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিচার করবে, কিন্তু যদি তিনি নির্দোষ হন, তাহলে তার বিরুদ্ধে যে হয়রানি চলছে, তার বিচারও আমরা দাবি করছি।”এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ৮ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি সাব্বির আজম, সাবেক সভাপতি জেসমিন আক্তার, এবং আরো অনেক স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থী, যেমন: আবুল খায়ের, আবুল বশার, মোঃ মনির, সৈকত, ফাহিম, জাহিদ, শাহীন, ফারুক, সুমন, জাফর প্রমুখ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতীবান্ধায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
হাতীবান্ধায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রুমা-থানচি সড়কে বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ
রুমা-থানচি সড়কে বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ

বান্দরবানে গত দুই দিন ভারী বৃষ্টিপাতের ফলে চার মাইল মিলনছড়ি এলাকার একটি বেইলি সেতুর একপাশে দেবে গেছে।

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়  
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়  

আর ছয় দিন পরই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন