নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম খালে খননকার্য ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় ছোট চৌগ্রাম বাজার এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে দেড়ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, ১০নং চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেকুজ্জামান রঞ্জু, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক কাদিরুল আনাম লেমন, ছোট চৌগ্রাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন শাহিন, কৃষক আজাদ, আবুল হোসেন প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, সিংড়া উপজেলার চৌগ্রাম রাজবাড়ী বাঁকা দীঘির পার্শ্বে ব্রীজ থেকে ছোট চৌগ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া এ খালটি বারনই-আত্রাই নদীর সাথে সংযোগ সৃস্টি করেছে। এক সময় এই খাল দিয়ে নৌকায় বাণিজ্যিক মালামাল পরিবহন করা হতো, প্রতি বছর ধুম করে আয়োজন করা হতো নৌকা বাইচের আনন্দে দিন কাটতো এই গ্রামবাসীর। কিন্তু প্রায় ৮ বছর ধরে অবৈধ দখল ও দূষণে খালটি এখন মৃতপ্রায়। বন্ধ হয়ে গেছে নিয়মিত পানি চলাচল, খাল দখল ও ব্রীজের দুপাশ বন্ধ করে খনন করা হয়েছে প্রায় ৮টি অবৈধ পুকুর।বক্তারা আরো বলেন, এক সময় ছোট চৌগ্রামের উৎপাদিত খাদ্যশষ্য আনা-নেওয়া করা যেতো এ খাল ব্যবহার করে। এই গ্রামের মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার হতো এই চৌগ্রাম রাজবাড়ী খাল। প্রভাবশালীদের দখলে এটি আজ মৃতপ্রায়। দখল-দূষণে অতিষ্ঠ গ্রামবাসী। তাই এই খাল দখলমুক্ত করে পুনরায় খনন করা হোক, যাতে অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে পানির অভাব না পড়ে।খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ দখলমুক্ত ও খনন করে পানি চলাচল স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিসহ নাটোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং বিএডিসি অফিস’সহ সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান বক্তারা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলের হারে শরিফুলের ২ উইকেট
দলের হারে শরিফুলের ২ উইকেট

প্রথম ম্যাচ জয়ের পর টানা তৃতীয় হারের দেখা পেল ক্যান্ডি ফ্যালকন্স। রোববার তাদেরকে হারালো গল মার্ভেলস।

রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা
রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা

আগামী রোববার (৪ আগস্ট) থেকে লাগাতার ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শনিবার (৩ আগস্ট) সারা দেশে Read more

র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম
র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম।

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা টেঁটাবিদ্ধ
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা টেঁটাবিদ্ধ

মাদারীপুরে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রলীগ নেতা টেঁটাবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৬ জন। এ ঘটনায় একজনকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন