চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আক্তার আহমদ, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর