রাজশাহীর বাঘায় ব্রেন টিউমার আক্রান্ত মেহেরুনের চিকিৎসা থমকে, টাকার অভাবে বিপাকে পরেছে পরিবার। সকলকে সাহায্যের জন্য হাত বাড়ানোর আহবান করেছে।উপজেলার পাকুরিয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের ভ্যান চালক মাহাবুর ইসলামের মেয়ে মেহেরুন খাতুন (১৪)। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসা খরচ মেটাতে অর্থাভাবের কারণে পরিবারের সদস্যরা দুর্বিসহ পরিস্থিতির মুখে পড়েছেন।পরিবার সূত্রে জানা যায়, ১ মাস আগে মেহেরুনের মাথায় প্রচুর পরিমানে ব্যাথা করে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ডা. দেখানো হলে তারা বলেন মেহেরুনের ব্রেন টিউমার হয়েছে আর টিউমার টি মগজের মাঝখানে যা রাজশাহীতে চিকিৎসা করানো সম্ভব না। তাই মেহেরুনের পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেও চিকিৎসক জানান বাংলাদেশে চিকিৎসা নেই, তাকে দেশের বাইরে নিতে হবে। এর মাঝে তার পরিবারের লক্ষ টাকা খরচ হয়ে যায় যার ফলে মেহেরুনকে তার পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে জাবার ক্ষমতা নেই। তাই সকলকে সাহায্যের জন্য হাত বাড়ানোর আহবান করেছে।মেহেরুনের বাবা মাহাবুর ইসলাম বলেন, আমার দুই সন্তান মেহেরুন বড় মেয়ে। এই যাবত পর্যন্ত অনেক কিছু বেচে কিনে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করিয়েছি। আমি আর খরচ চালাতে পারছি না, আমার মেয়েকে আমি বাঁচাতে চাই, তাই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। মেহেরুনের মা মরজিনা বেগম জানান, আমরা ছোট্ট এক পরিবার, তারা (মেহেরুনের) বাবা ভ্যান চালিয়ে সংসার চালায় এর মধ্যে ধার দেনা করে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করা হয়েছে। এখন মেহেরুনের চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে, অনেক টাকা প্রযোজন যা আমাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই আমি সমাজ ও দেশ বাসির কাছে সাহায্যের আবেদন করছি।এদিকে, স্থানীয় সমাজসেবী এবং ভালো হৃদয়ের ব্যক্তিরা মেহেরুনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা সৃষ্টি করছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিসহ অবস্থা
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিসহ অবস্থা

দুবাই শহরের বহু বাড়ি ও শপিংমল হাঁটু পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। দুবাইয়ের মতো শহরে এ ধরনের চিত্র অনেকর কাছে অবিশ্বাস্য Read more

বজ্রপাত থেকে আগুনে দোকান ও অটোরিকশা পুড়ে ছাই 
বজ্রপাত থেকে আগুনে দোকান ও অটোরিকশা পুড়ে ছাই 

সিলেটে বজ্রপাত থেকে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গেছে বলে সিলেট ফায়ার সাভিস জানিয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে Read more

সমন্বয়ক আরিফের জামিন, আসিফ মাহতাব কারাগারে
সমন্বয়ক আরিফের জামিন, আসিফ মাহতাব কারাগারে

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলকে জামিন দিয়েছেন আদালত।

শবে কদরে শিশুদের জন্য যা করে মরোক্কো ও আলজেরিয়ার মানুষ
শবে কদরে শিশুদের জন্য যা করে মরোক্কো ও আলজেরিয়ার মানুষ

শবে কদরে শিশুদের প্রথম রোজা রাখতে উদ্ধুদ্ধ করা হয় অনেক দেশে। সেজন্য নানা রকম আয়োজনও থাকে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন