কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তাঁর ভাই কাঁকনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এসময় তাঁদের বাড়ি থেকে একটি দেশি পিস্তল ও একটি দেশি শুটার গান সহ ১১টি গুলি উদ্ধার করা হয়। সোমবার (২৪ মার্চ) ভোর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলাকালীন পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এই অভিযান চালায়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম জানান, যৌথ বাহিনীর একটি দল আড়কান্দি গ্রামে অভিযান চালিয়ে রোকন ও কাঁকনকে তার বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। অস্ত্র জব্দের ঘটনায় রোকন ও কাঁকনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, আড়কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার রাত থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদের ছেলে হিমেলের সমর্থকদের গুলিতে স্থানীয় বিএনপির নেতা আব্দুল করিমের সমর্থক ফিরোজ আলী গুলিবিদ্ধ হন। এ সময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এরপরই বিএনপির নেতা-কর্মীরা একজোট হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় তিনটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুরও করা হয়।এ ঘটনায় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ হামলা পূর্বপরিকল্পিত মন্তব্য করে হামলায় অন্যদের সঙ্গে বিএনপির নেতা রোকনুজ্জামান রোকনের সম্পৃক্ততার অভিযোগ করেন।ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম বলেন, গত ৩০ আগস্ট বিএনপির নেতা রোকনুজ্জামান রোকনের ওপর হামলা চালায় রাজনৈতিক প্রতিপক্ষ। গতকালও পরিকল্পিতভাবে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সে দায় রোকন ও বিএনপির নেতাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম বলেন, আড়কান্দি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ শান্ত থাকার আহ্বান জানায়। এ সময় জনরোষের সৃষ্টি হলে উত্তেজিত জনগণ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তারেক রহমানের ৮০ মামলার ভবিষ্যৎ কী’
‘তারেক রহমানের ৮০ মামলার ভবিষ্যৎ কী’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ সংবাদপত্রের প্রথম পাতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডিমের বাজার নিয়ে সিন্ডিকেটের কারণে ঢাকা ও চট্টগ্রামের ডিমের Read more

পরিচয় লুকিয়ে সাভারে ফ্ল্যাট ভাড়া নেন শিমুল ভূঁইয়া
পরিচয় লুকিয়ে সাভারে ফ্ল্যাট ভাড়া নেন শিমুল ভূঁইয়া

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম আসামি চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া।

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে নয়, আপিলে যাচ্ছে সরকার
মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে নয়, আপিলে যাচ্ছে সরকার

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেবে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি: শিক্ষামন্ত্রী
ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেবে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি: শিক্ষামন্ত্রী

এর আগে, কর্মশালায় শিক্ষামন্ত্রী বলেন, এসডিজি-৪ এর লক্ষ্য শতভাগ শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে নিয়ে আসা। ভবনের নির্মাণ, ক্লাসরুমের ডিজাইন, ফার্নিচারের ডিজাইনে Read more

ইব্রাহিম রাইসি নিহত, জরুরি বৈঠকে ইরান
ইব্রাহিম রাইসি নিহত, জরুরি বৈঠকে ইরান

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান নিহত হওয়ার পর জরুরি বৈঠকে বসেছে ইরানি সরকার।

বিএনপি অফিসের পিওন পরিচয় দিয়ে আশুলিয়া থানার ওসিকে হেনস্তা চেষ্টা
বিএনপি অফিসের পিওন পরিচয় দিয়ে আশুলিয়া থানার ওসিকে হেনস্তা চেষ্টা

আশুলিয়া থানায় ঢুকে থানার ওসিকে ‘ছাত্রলীগের সাবেক নেতা উল্লেখ করলেন বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেওয়া সুমন নামে এক ব‍্যক্তি। মঙ্গলবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন