মেহেরপুরের গাংগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও তাদের স্বজনদের প্রতিদিন সাহরি খাওয়ার ব্যবস্থা করে প্রশংসায় ভাসছেন ফেসবুক প্ল্যাটফর্ম গ্রুপ পরিবর্তনের মেহেরপুরের আয়োজকরা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিভিন্ন রোগীর সাথে থাকা ৩৫ থেকে ৪০ জন স্বজনের সাহরির আয়োজন করা হয়। শুধু ৩৫ থেকে ৪০ জনই নয় এর বেশি হলেও সমস্ত রোগীর স্বজনদের জন্য সাহরির ব্যবস্থা করে থাকেন উদ্যোগ গ্রহণকারীরা। আর এমন মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য রুগীর স্বজনরাও আয়োজকদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।স্থানীয়রা জানান, এমন মহৎ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। যারা এমন সুন্দর আয়োজন করেছে এর প্রতিদান নিশ্চয় আল্লাহ তাদের দেবেন। রমজান মাসে রোগীর সাথে থাকা স্বজনদের বাড়ি দূর দূরান্তে হওয়ার কারণে সাহরি খেতে কষ্ট হয়। তাই এমন উদ্যোগকে প্রশংসার সাথে দেখছেন জনসাধারণ।রুগীর থাকা একজন স্বজন আরজিনা খাতুন বলেন, আমাদের এখানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে চিকিৎসা নিতে। রুগীর সাথে থাকে স্বজনরাও। রাত্রে খাবার নিয়ে আসা ও কষ্টকর হয়।আমরা হাসপাতালে এসে দেখছি যারা রোজা করেন তাদের  প্রতিদিন সাহরির ব্যবস্থা করা হয়।সত্যি এমন উদ্যোগ ভালো লাগছে।আমরা আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করি তিনি যেন এর উত্তম প্রতিদান দান করেন।রুগীর সঙ্গে থাকা নিলুফা খাতুন নামের আরেকজন স্বজন বলেন, আমাদের এখানে সাহরিতে ডিম মাছ-মাংস  সহ বিভিন্ন সবজি দেওয়া হয়।একেক দিন একেক আইটেম থাকে।এখানে যতজন রোজা করেন তাদের জন্য সাহরির ব্যবস্থাও করেন আয়োজকরা।আর শুনছি এটা পুরো রমজানব্যাপী চলছে।এমন সুন্দর উদ্যোগ খুব কমই চোখে পড়ে।আমি সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ভালো ও সুস্থ রাখুক।আয়োজক কমিটির সদস্য আশিকুল ইসলাম সাগর বলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সাহরিতে ৩৫ থেকে ৪০ জন রোজাদার থাকেন।অনেকদিন ৪৫ জনেরও ব্যবস্থা করা লাগে।আল্লাহর রহমত ছাড়া এটা কখনো সম্ভব নয়। তাদের প্রত্যেককের জন্য সাহরি ব্যবস্থা করা হয়।অনেক সময় আরো বেশিও হয়।তাদের খাবার তালিকায় থাকে ডিম, মাছ, মাংস সহ বিভিন্ন সবজি।আমরা একেক দিন একেকটি খাবারের বিষয় নির্ধারণ করে থাকি।আমরা ১৫ থেকে ২০ জন এই কাজটি করছি।এখন অনেকেই আমাদের সহযোগিতা করছেন।মেহেররপুরের অনলাইন প্ল্যাটফর্ম পরিবর্তনের মেহেরপুর’র এডমিন সাইদুর রহমান বলেন, গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রুগীরা সেবা নিতে আসে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর এই সকল রোগীদের সাথে স্বজনরাও আসে।কিন্তু রমজান মাসে এই সকল স্বজনদের সাহরি খাওয়া কষ্টকর হয়ে যায়।গভীর রাতে বাড়ি থেকে পরিবারের লোকজন সাহরি নিয়েও আসতে পারে না।তাই আমরা এই বিষয়টা লক্ষ্য করে উদ্যোগটি গ্রহণ করেছি।ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম প্রতিবছর রমজানব্যাপী চলবে।আর আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই সহযোগিতা করছেন।আর এটা আল্লার রহমত ছাড়া আমাদের পক্ষে সম্ভব ছিল না।গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী বলেন, এমন উদ্যোগ নিঃসন্দেহে ভালো কাজ।যারা রোগীর স্বজনদের সাহরির বিষয়টা চিন্তা করে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তাদের মঙ্গল কামনা করি।গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।আমি গাংনীতে যোগদান করার পর এমন উদ্যোগ কাউকে গ্রহণ করতে দেখিনি।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাথে থাকা স্বজনদের সাহরির বিষয়টি চিন্তা করে এমন সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানির নিচে তলিয়ে যেতে পারে ব্যাংকক
পানির নিচে তলিয়ে যেতে পারে ব্যাংকক

চলতি শতাব্দির শেষ নাগাদ পানির নিচে তলিয়ে যেতে পারে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। দেশটির জলবায়ু পরিবর্তন অফিসের একজন সিনিয়র কর্মকর্তা বুধবার Read more

আ.লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল 
আ.লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজ দেশে থেকেও আমরা এখন পরবাসী। চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে বা আসলে Read more

আজ ১৭ মার্চ, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৭ মার্চ, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

চট্টগ্রামে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, কমেছে জিপিএ-৫
চট্টগ্রামে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, কমেছে জিপিএ-৫

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন