চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে রেললাইনের জোড়ার মুখে ফাটল সৃষ্টি হয়েছে। এতে খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছুক্ষণ অবস্থান করে স্বাভাবিক গতি ছাড়া ধীর গতিতে ঘটনাস্থল ত্যাগ করেছে। রেল লাইনের উপর লাল রংয়ের নিশানা টাঙিয়ে মেরামত কাজ শুরু হয়েছে। রোববার বিকেল ৫ টার সময় জীবননগর উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেটের নিকট এই ঘটনা ঘটে। এর ফলে চুয়াডাঙ্গাসহ পার্শবর্তী রেলস্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। উথলী ঘোড়া মারা রেলগেটের গেটম্যান রায়হান আলী জানান, উথলী ঘোড়ামারা রেলগেটের নিকট রেল লাইনে জোড়ার মুখে ফাটল দেখা দেয়। স্থানীয়রা বিষয়টি জানালে দ্রুত রেল লাইনে জোড়া খুলে যাওয়ার স্থানে লাল কাপড়ের নিশানা টাঙিয়ে দেওয়া হয়।এরফলে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ধীর গতিতে ট্রেন চলাচল করতে থাকে।রেলওয়ে চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ জানান, জীবননগরের উথলীতে রেল লাইনের জোড়ার মুখে ফাটল দেখা গেছে। রেললাইনে জোড়ার মুখগুলো ঝালাই করা থাকে। সেখান থেকে ফাটল সৃষ্টি হতে পারে। মেরামতের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত সময়ে ঝালাই এর মাধ্যমে লাইন জোড়া লাগানো সম্ভব হবে। খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল টেনটি ঘটনাস্থলের অদুরে দাঁড়িয়েছিল। খুলে যাওয়া রেল লাইনের জোড়ার মুখের স্থানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। ধীর গতিতে ট্রেনটি ঘটনাস্থল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করে। খুলে গেলেও ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। তিনি আরো জানান, ট্রেন এখন ধীর গতিতে চলাচল শুরু করেছে। মেরামতের পর ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআইবিতে দুই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
পিআইবিতে দুই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সংবাদদাতাদের জন্য মোবাইল Read more

দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা
দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা

পড়ন্ত বিকেল, এই বুঝি সন্ধ্যা নেমে এলো। হাসপাতালে আহত রোগীর স্বজনেরা কেউ কাঁদছেন ও কেউ হাসছেন। স্বজন অসুস্থতার কারণে কেউ Read more

কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে শ্রীপুর, প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন,যাত্রী ও পথচারীরা।তীব্র দাবদাহের পর অল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন