সেতু না থাকায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ৪-৫টি ইউনিয়নের ১৫ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঝুঁকিপূর্ণ হওয়া সত্বেও এই সাঁকো দিয়েই চলাচল করছেন তারা। উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারের পশ্চিম পাশে ইছামতি শাখা নদীর উপর দীর্ঘদিন ধরে তৈরি করা ঝুঁকিপূর্ণ এই সাঁকোটি রয়েছে। এই সাঁকো দিয়ে উপজেলার রাজানগর, চিত্রকোট,শেখরনগর,কেয়াইনসহ ৪-৫টি ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন ঢাকা যাতায়াত করে থাকেন। দুর্ভোগ লাগবে দীর্ঘ ৫০ বছর ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে সরেজমিনে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারের পশ্চিম পাশে ইছামতি শাখা নদীর উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীসহ মানুষজন চলাচল করছে সেই চিত্র দেখা গেছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এলাকাবাসী বলছে মাঝেমধ্যেই এই সাঁকো ভেঙ্গে শিশু ও বয়স্ক নারী পুরুষ পানিতে পড়ে যায়। এতে করে ছোট বড় দুর্ঘটনাও ঘটে। তাই তারা উপজেলা প্রশাসনের কাছে দীর্ঘ ৫০ বছর ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। কিন্তু সরকার আসে সরকার যায় তারপরও এই বাঁশের সাঁকোর স্থানে পাকা সেতু নির্মাণ হচ্ছে না। এরফলে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, এই বাঁশের সাঁকো দিয়ে হাটবাজার ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকেন। এই স্থানে একটি সেতু হলে ৩০ মিনিটে মোহাম্মদপুর, একঘন্টায় এয়ারপোর্টে যাওয়া যাবে। এছাড়া বছরের পর বছর চরম ভোগান্তি সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দুটি মসজিদ,একটি মাদরাসা ও এতিমখানা, একটি কমিউনিটি ক্লিনিক, একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরসহ হাজার মানুষের প্রতিদিন যাতায়াত করতে হয়। একটি পাকা সেতু নির্মাণের জন্য এলাকাবাসীর বহু বছরের প্রাণের দাবি হয়ে উঠেছে। শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এই স্থানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ভাবেই বাস্তবায়ন হচ্ছে না। আমাদের দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে। আমি অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি একটি সেতু বানিয়ে দেওয়ার। ফুলহার গ্রামের বাসিন্দা মিয়াজ উদ্দিন বলেন, প্রতিবছর আমাদের অর্থায়নে এই বাঁশের সাঁকোটি তৈরি করে চলাচল করতে হয়। আমরা আর কত বছর কষ্ট করে চলাচল করবো? আমাদেও ভালো ভাবে চলাচল করতে মনে চায়। আমরা চাই সরকার এখানে একটি সেতু নির্মাণ করে দিয়ে আমাদের দুর্ভোগ কমাবে। আরেকজন বাসিন্দা হাজী ইস্পাহানি বলেন, আমি দীর্ঘ ৫০ বছর ধরে বাঁশের সাঁকোটি দেখে আসছি। কিন্তু এখন পর্যন্ত এই স্থানে সেতুটা নির্মাণ হলো না। কত সরকার আসলো গেল কিন্তু আমাদের এই বাঁশের সাঁকোটি আর সেতু হলো না। আমরা চাই দ্রুত এই স্থানে সেতুটি নির্মাণ করে দিবে সরকার এটাই আমাদের দাবি।রাজানগর ইউপির চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, সৈয়দপুর বাজারের পশ্চিম পাশে ইছামতি শাখা নদী উপর সেতু নির্মাণে বহু বছরের প্রাণের দাবি মানুষের। বাঁশের সাঁকো দিয়ে অনেক কষ্টে মানুষ যাতায়াত করতে হয়। স্কুল কলেজের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর জন্য কি ভাবে এই সেতুটি নির্মাণ করা যায় আমি সেই চেষ্টা করছি। যাতে এলাকার মানুষ গুলোর দুর্ভোগ কমাতে পারি। উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, এই সেতুটি নির্মাণের জন্য রাজানগর ইউনিয়নবাসীর বহুদিনের প্রাণের দাবি। তাই আমরা দীর্ঘদিন ধনে সেতুটি নির্মাণ করার জন্য অনুমোদন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আপনি জানেন এই সেতুটি ১০০ মিটার বড় সেতু, ১০০ মিটার বড় সেতু অনুমোদন পেতে দেরি হয়। আমরা অনুমোদনের অপেক্ষায় রয়েছি। আশা করছি শিগগিরই অনুমোদন পাবে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় হিটস্ট্রোকে ব্যবসায়ী নিহত
গাইবান্ধায় হিটস্ট্রোকে ব্যবসায়ী নিহত

গাইবান্ধায় হিটস্ট্রোকে শ্রী রবি চন্দ্র সরকার (৩৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বক্স অফিসের দৌড়ে কতটা এগিয়ে কার্তিক
বক্স অফিসের দৌড়ে কতটা এগিয়ে কার্তিক

রোমান্টিক সিনেমার জন্য পরিচিত কার্তিক আরিয়ান এ সিনেমায় একেবারেই ভিন্নরূপে হাজির হয়েছেন।

ডুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু
ডুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোসেস ইঞ্জিনিয়ারিং (আইসিএমএমপিই-২০২৪) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে।

আজ ১৪ মার্চ, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৪ মার্চ, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

যেকোনো মুহূর্তে বেধে যেতে পারে লেবানন-ইসরায়েল যুদ্ধ
যেকোনো মুহূর্তে বেধে যেতে পারে লেবানন-ইসরায়েল যুদ্ধ

এবার লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে এই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে জানিয়েছে Read more

যাত্রাবাড়ী টোলপ্লাজায় আগুন
যাত্রাবাড়ী টোলপ্লাজায় আগুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। সেইসঙ্গে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়ে কোটা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন