ফিলিস্তিনে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ গাজায় বর্বর গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে মিলিত হয়। পরে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়।এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলে সদর বাজারে লোকে লোকারণ্য হয়ে যায়।আলফাডাঙ্গা উপজেলার উলামা মাশায়েখ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সদর বাজারের চৌরাস্তায় এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আহসানুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান, খেলাফত যুব মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন ও তরুণ সমাজসেবক হাদী ইবনে জালাল প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে শান্তিচুক্তি ভঙ্গ করেছে, যা বিশ্বের মানুষের কলিজায় আঘাত করেছে। ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় নিরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এসব হামলা বন্ধের দাবি এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষায় পাকস্থলি ভালো রাখার উপায়
বর্ষায় পাকস্থলি ভালো রাখার উপায়

বর্ষায় পাকস্থলিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বৃদ্ধি হয়। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হজমে সহায়ক এবং অ্যালার্জির বিরুদ্ধে Read more

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে Read more

জবি শিক্ষককে হেনস্তা: সতর্ক করেই দায় সেরেছে প্রশাসন 
জবি শিক্ষককে হেনস্তা: সতর্ক করেই দায় সেরেছে প্রশাসন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবিরকে প্রকাশ্য হেনস্তা ও হুমকির ঘটনায় অভিযুক্ত শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন