জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়ন বৈকুন্ঠপুরে বেড়াদহ ব্রিজের নিচে ডোবা থেকে  নিখোঁজের চারদিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন, বৈকুন্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) এবং বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (১৪)। পেশায় তারা নির্মাণ শ্রমিক এবং সম্পর্কে চাচা-ভাতিজা।বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গত ১৬ মার্চ রাত ১০টার পর থেকে ওই দুজন নিখোঁজ ছিলেন। ১৭ মার্চ স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে কচুরিপানার ভিতরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।সময়ের কন্ঠস্বর কে তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে কেউ তাদের হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা জানা যায়নি। মরদেহ থানা হেফাজতে রয়েছে। ঘটনা উদঘাটনের জন্য মাঠে তিনটি টিম কাজ করছে।ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১ হাজার ২২৩ কোটি টাকায় অ্যাটলেটিকোয় আলভারেজ
১ হাজার ২২৩ কোটি টাকায় অ্যাটলেটিকোয় আলভারেজ

ফুটবল পাড়ায় গুঞ্জনটা বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছিল। অবশেষে সত্যি হলো।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন