জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পটুয়াখালীর দুমকিতে নারীর প্রতি সহিংসতা ধর্ষণের ঘটনায় ২জন আসামি নাম শোনা গেছে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আর একজন যে আসামি তাকে গ্রেপ্তার করতে হবে এবং শুধু এই ঘটনা নয়, এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তি ব্যবস্থা করতে হবে। সরকার যে আইন পরিবর্তনের চিনতে ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই যে সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।এর আগে তিনি পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার হওয়া জুলাই অভ্যুত্থানে শহীদের কন্যাকে হাসপাতালে দেখতে যান। সংবাদ সম্মেলনে ডা. তাসনিম জারা বলেন, অপরাধ যারা করছে তারা পুরোপুরি সমাজে ঘুরে বেড়াবে। আর যারা নির্যাতিত তাদের কাঁদতে কাঁদতে বিচার চাইতে হবে। সমাজে এমনটা কোনভাবেই গ্রহণযোগ্য না। এই পরিস্থিতিকে আমাদের রূপান্তরণ করতেই হবে। যারা দোষী তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিগত বছরগুলোতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেটা থেকে আমাদের বের হতেই হবে। ডাক্তার জারা ভুক্তভোগীর বরাত দিয়ে তিনি আরো বলে ভূক্তভোগী তাকে জানান, ‘‘আমি মেয়ে হিসেবে বিচার চাই না। আমি চাই বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে যাতে আমার জন্য ন্যায় বিচার হয়।’’ আমাদের মনে রাখতে হবে যদি ন্যায় বিচারে দেরি হয়, সেটা এক ধরনের অন্যায়ের পক্ষ নেয়া। ন্যায় বিচার প্রত্যেকের মৌলিক অধিকার।এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সহকারি অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আইনগতভাবে এনসিপি’র পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেয়া প্রয়োজন বা দেয়া দরকার আমাদের দলের পক্ষ থেকে দিবো। যাতে এই মামলার সুষ্ঠু বিচার হয় এবং যে আসামি যারা আছেন তারা যেন ন্যায় বিচার পায়। অর্থাৎ তারা যদি দোষী সাব্যস্ত হয় সেটাও ন্যায় বিচারের মাধ্যমে হবে। সুতরাং, এখানে আসামিপক্ষ বাদীপক্ষ সকলেই যেন ন্যায় বিচার পায়।অপর দিকে, ভুক্তভোগীর খোঁজ খবর নিতে তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল হাসান মামুনের নেতৃত্বে পটুয়াখালী আসেন। তারা বিকাল ৩টায় হাসপাতালে ভুক্তভোগীর খোজ খবর নেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম পটুয়াখালীতে সফর কালে তার সাথে আব্দুল হান্নান মাসুদ, ডাঃ তাসনিম জারাসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জণ বাগানে জুলাই ‘২৪ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাশিয়া ইউনিয়নের শহীদ জসীম হাওলাদারের কন্যা সরকারী জনতা কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ সাকিব মুন্সী (১৯), সিফাত মুন্সী (২০) ও ইমরান মুন্সী (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই পরের দিন বুধবার থানায় হাজির হয়ে অভিযোগ দেন। পুলিশ বিকাল ৩ টায় তার মামলা গ্রহণ করে। গ্রেফতার করে অভিযুক্ত সাকিব মুন্সিকে। পুলিশ জানায় অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।   এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে বিচারকাজ চলবে হাইকোর্টে, ৮টি বেঞ্চ গঠন
আজ থেকে বিচারকাজ চলবে হাইকোর্টে, ৮টি বেঞ্চ গঠন

সুপ্রিম কোর্টের বিচারকাজ আজ সোমবার (১২ আগস্ট) থেকে শুরু হচ্ছে।

চুরি ছেড়ে দেওয়ার শর্তে হয়েছিলেন কাউন্সিলর, ফের চুরি করতে গিয়ে ধরা!
চুরি ছেড়ে দেওয়ার শর্তে হয়েছিলেন কাউন্সিলর, ফের চুরি করতে গিয়ে ধরা!

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা খেয়েছেন রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৪০)।

আমিরাতের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ উসমান
আমিরাতের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ উসমান

এমন কিছু হবে সেটার আঁচ আগেই পাওয়া গিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটাও সেরে ফেললো আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়কে আধুনিক করতে অহর্নিশ কাজ চলছে’ 
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়কে আধুনিক করতে অহর্নিশ কাজ চলছে’ 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিষ্কপ্রসূত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়কে Read more

অবশেষে পদত্যাগ করলেন কুবি উপাচার্য আবদুল মঈন
অবশেষে পদত্যাগ করলেন কুবি উপাচার্য আবদুল মঈন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন অবশেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন