মাদারীপুরে সরকারি বহুতল ভবন নির্মানে অনিয়ম, কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলনসহ নানান অভিযোগে গণপূর্ত অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এই অভিযানের নেতৃত্ব দেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।দুদক জানায়, অতিরিক্ত ব্যয়ে মাদারীপুর সরকারি সমন্বিত ১০ তলা ভবন নির্মানের অভিযোগ পায় দুদক। এছাড়া ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল নির্মাণ ও মালামাল ক্রয়ে ব্যাপক অভিযোগ ওঠে। প্রধান কার্যালয়ের নির্দেশে গণপূর্ত অধিদফতরের মাদারীপুরের অফিসে এই অভিযান চালানো হয়। পাশাপাশি বেশ কয়েকটি সরকারি ভবনে বাৎসরিক মেরামত না করে অতিরিক্ত বিল উত্তোলন করে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। এমন কি গণপূর্ত অধিদফতরের কর্মরত ব্যক্তিরা নিজেদের ঘনিষ্টজনদের নামে লাইসেন্স ব্যবহার করে এই দফতরের কাজ বাস্তবায়ন করে বিল তুলে নেয়। এই অনিয়মের সরাসরি জড়িত ছিলেন সাবেক নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, তৎকালীন উপ বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন (বর্তমানে মাদারীপুরে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে)। বিশেষ সুবিধা দিতে ঠিকাদারদের সাথে জোগসাজশে কোটি কোটি ঘুষ গ্রহণ করেছেন এই দুই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে তথ্য প্রমান সংগ্রহ করা হচ্ছে। এছাড়া এই কার্যালয় থেকে সংশ্লিষ্ট কাজের নথিও জব্দ করা হয়েছে। যাছাইবাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে দুদক।দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, গণপূর্ত অধিদফতরে একাধিক অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদারীপুর দুদকের অফিসের ৭ সদস্যের টিম কাজ করে। অভিযোগের মধ্যে রয়েছে বহুতল ভবন নির্মানে অনিয়ম, কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলন, বেশ কয়েকটি গেইট নিন্মমানের মালামাল দিয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া সরকারি সমন্বিত ১০ তলা ভবন ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল নির্মানে অনিয়ম ও নিন্মামানের মালামাল সরবরাহ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এসব অভিযোগ যাছাইবাছাই করা হচ্ছে। তথ্য প্রমান সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন অভিনেত্রী দিব্যা
সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন অভিনেত্রী দিব্যা

বলিউড অভিনেত্রী দিব্যা আগরওয়াল ব্যবসায়ী অপূর্বর সঙ্গে ঘর বেঁধেছেন।

ফ্যাসিস্টদের দোসররা এখনো দেশে রয়ে গেছে: সেলিমা রহমান
ফ্যাসিস্টদের দোসররা এখনো দেশে রয়ে গেছে: সেলিমা রহমান

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা  দেশে না থাকলেও তার দোসররা এখনো রয়ে Read more

‘দীর্ঘ হবে সরকারের মেয়াদ’
‘দীর্ঘ হবে সরকারের মেয়াদ’

১০ই অগাস্ট শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রথম পাতায় নতুন অন্তর্বর্তী সরকারের ১৪ জন সদস্যের মধ্যে দায়িত্ব বন্টনের খবরটি সবচেয়ে প্রাধান্য পেয়েছে। Read more

ঘূর্ণিঝড় রেমাল: খুলনায় ২৪৫ কোটি ৯৫ লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষতি
ঘূর্ণিঝড় রেমাল: খুলনায় ২৪৫ কোটি ৯৫ লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষতি

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বৃষ্টি এবং জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে ভেসে গেছে ৩ হাজার ৬০০ পুকুর এবং ৯ হাজার ১১৫ ঘের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন