ভোলার তেঁতুলিয়া নদীতে ডাকাতি করার সময় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো.মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো.জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিন জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে আজ বুধবার মধ্যরাতে তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে জেলেদের বোটে ডাকাতির সময় কুখ্যাত শাহিন বাহিনীর প্রধানসহ ৫ জলদস্যুকে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও ৩টি বোটসহ তাদের আটক করা হয়েছে।তিনি আরও জানান, আটককৃত জলদস্যু, জব্দকৃত অস্ত্র,মাদক ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ
গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ

আজ সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন