জেলার সদর উপজেলার ফকির তলায় সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের আন্দোলনে সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।বুধবার (১৯মার্চ) ভোর থেকে এ অন্দোলন শুরু করেন তারা।শিক্ষার্থীদের প্রতিনিধি সিরাজগঞ্জ পলিটেকনিকে সপ্তম বর্ষের ছাত্র হাবুল্লাহ সময়ের কণ্ঠস্বরকে জানান, ডিপ্লোমা শিক্ষার্থীদের মান কমিয়ে দেয়ার জন্য আমাদের এই আন্দোলন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে। আমাদের আন্দোলন চলবে।এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার বলেন, বিষয়টি জানলাম তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর