পবিত্র রমজান উপলক্ষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। এসময় বাকৃবিসাসের ডাকে এক ছাদের নিচে বাকৃবি শাখা ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, রোভার স্কাউট, রোটার‌্যাক্ট ক্লাবসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সভাকক্ষে এই আয়োজন করা হয়। বিকেল ৫টা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা এবং ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ এই আলোচনা সভায় অংশ নিতে শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহ‌যোগী ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ‌্যাপক ড মোহাম্মদ সাইফুল্লাহ, দায়িত্বপ্রাপ্ত কোষাধ‌্যক্ষ অধ‌্যাপক ড হুমায়ূন ক‌বির,‌শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক অধ‌্যাপক ড মো আসাদুজ্জামান সরকার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, প্রশাস‌নিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বাকৃবিসাসের সদস্যরা। আলোচনা সভায় নেতৃবৃন্দরা জানান, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের দর্পণ। তাদের মাধ্যমে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা ও সমাধান গণমাধ্যমে উঠে আসে। তবে জাতির কাছে যেন ভুল তথ্য না যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। গণতান্ত্রিক উপায়ে সবাইকে এগিয়ে যেতে হবে, যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয়। এছাড়াও তার‌া বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের জন্য প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলো একত্রে কীভাবে কাজ করতে পারে, সে বিষয়েও বিস্তর আলোচনা করেন। প‌াশাপা‌শি তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিও তুলে ধরেন। ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক জানান, “রমজান অত্যন্ত ফজিলতপূর্ণ ও সংযমের মাস। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমরা এই এক মাস সংযমের যে প্রশিক্ষণ গ্রহণ করি, তা পরবর্তী মাসগুলোতেও প্রয়োগ করতে হবে, যাতে আমরা মিলেমিশে বসবাস করতে পারি। একসময় কথা বলার ক্ষেত্রে উপর থেকে নির্দেশনা দেওয়া হতো—কী বলতে হবে আর কী বলতে হবে না। তবে এখন আর তা নেই। আমাদের আগামী কার্যক্রমের গতি বাড়ানোর জন্য এবং পারস্পরিক সহিষ্ণুতা বজায় রাখার লক্ষ্যে আমরা সবাইকে সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল কেন লেবাননের ভেতরে সাদা ফসফরাস বোমা হামলা করছে?
ইসরায়েল কেন লেবাননের ভেতরে সাদা ফসফরাস বোমা হামলা করছে?

গত প্রায় ছয় মাস ধরে ইসরায়েল দক্ষিণ লেবানন সীমান্তের উপর দিয়ে সাদা ফসফরাস বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বিষাক্ত এই গ্যাস Read more

গুম কমিশনের মেয়াদ আরও ৩ মাস বাড়লো
গুম কমিশনের মেয়াদ আরও ৩ মাস বাড়লো

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘঠিত ‘গুমের’ ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে সেটির মেয়ার আরও ৩ মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন