চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত পাঁচ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে চাঁদপুর সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত পাঁচ চেয়ারম্যান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।গ্রেফতারকৃতরা হলেন ৪ নং শাহ মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ৯ নং বালিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারী, ৬ নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী, ১৩ নং হানারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার রাঢী ও ২ নং আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।উল্লেখ্য, গ্রেফতারকৃত ৫ চেয়ারম্যান মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অগ্রিম জামিনে ছিলেন। জামিনের সময় শেষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। আদালতের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এমআর
Source: সময়ের কন্ঠস্বর