শিল্পনগরী গাজীপুরে শ্রমিকদের পাওনা অন্যান্য দাবিতে আন্দোলন থামছেই না। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গাজীপুরে অন্তত ৮৫ বার ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এই অবরোধগুলোর কারণে হাজার হাজার যাত্রী প্রতিদিন দুর্ভোগে পড়ছেন।সর্বশেষ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে গাজীপুর নগরে বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘ফু-ওয়াং ফুডস লিমিটেড’ নামে একটি খাদ্য উৎপাদনকারী কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন চালক ও সাধারণ যাত্রীরা। পরে দাবি পূরণের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক ছেড়ে দেন শ্রমিকরা।এর আগে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকরা মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছে। এসময় শ্রমিক ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধে, এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।একইদিন সকালে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মীম ডিজাইন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।শ্রমিকরা জানান, আমরা যদি ভদ্রভাবে কথা বলি, কেউ আমাদের শোনে না। ঈদ বোনাস বাড়ানোর কথা বলার পরও কর্তৃপক্ষ বলছে না। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে। সরকার এলে আমাদের সমস্যা সমাধান হবে।শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এফবিসিসিআইয়ের সদস্য মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য বিজিএমইএতে আলোচনা করার ব্যবস্থা রয়েছে। সড়ক অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, যা শিল্পের জন্য ক্ষতিকর।গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কসহ বিভিন্ন কারখানায় শ্রমিকরা গত কয়েক মাসে বেতন, বোনাস ও অন্যান্য সুবিধার দাবিতে আন্দোলন করেছেন। ১৬ ডিসেম্বর, বেক্সিমকো টেক্সটাইল লিমিটেডের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করে, যার পর শ্রমিকরা ৬ দিন ধরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন।গাজীপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, সড়ক অবরোধের কারণে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেন। শ্রমিকদের পক্ষে জনমত তৈরি হয়, সমস্যার সমাধান দ্রুত হয়।জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, শ্রমিকরা মনে করেন, সড়ক অবরোধ করলে প্রশাসন দ্রুত সমস্যার সমাধান করবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজানের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লির আগমন কাবায়
রমজানের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লির আগমন কাবায়

চলতি রমজান মাসের প্রথম ১০ দিনে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র মসজিদ কাবায় এসেছেন রেকর্ড আড়াই কোটি মুসল্লি। এর আগে কোনো Read more

রেললাইনে নসিমনকে ধাক্কা দিলো ‘কক্সবাজার এক্সপ্রেস’
রেললাইনে নসিমনকে ধাক্কা দিলো ‘কক্সবাজার এক্সপ্রেস’

কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন কাঠবোঝাই একটি নসিমনকে ধাক্কা দিয়েছে।

ঝালকাঠিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
ঝালকাঠিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ঝালকাঠিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুত্রবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
পুত্রবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলায় শ্বশুর-শাশুড়ির পুত্রবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

রশিদ-নবীদের অভিনন্দন জানালো তালেবান সরকার
রশিদ-নবীদের অভিনন্দন জানালো তালেবান সরকার

আজ মঙ্গলবার সকালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে দেশটি তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার শেষ চারে নাম লেখায়।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন