রাঙ্গামাটির লংগদু উপজেলায় গুরিগুরি বৃষ্টিপাতের সময় বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১৭ মার্চ) দুপুর ১ টায় উপজেলায় নিজেদের কৃষি জমিতে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।পারিবারিক সুত্রে জানা যায়, সকালে সে পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে স্বল্প সময়ের গুরি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে জাবেদের শরীরে বজ্রঘাত হয়। তৎক্ষনাৎ তার শরীর পুড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়।লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নীরিক্ষার পর তাকে মৃত্য ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে যায়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর