বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সেলিম তালুকদার রমজানের কন্যা রোজার দায়িত্ব নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার সেলিম তালুকদারের শ্বশুর বাড়িতে রোজাকে দেখতে এসে এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।জামায়াতে ইসলামীর আমির বলেন, এই শিশুটি পরিবারের পক্ষ থেকে নাম রাখা হয়েছিলো রোজা। আমরা ওর নাম দিচ্ছি সাইমা সেলিম। এই শিশুর বড় হওয়া পর্যন্ত আমরা তার সাথে থাকবো সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত। শিশুর লেখাপড়া, চিকিৎসাসহ তার বিবাহের দায়িত্ব জামায়াতে ইসলামের। ড. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়বো। এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মানুষের দুঃখে সাড়া দিবে। এই বাংলাদেশে সরকার জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র গঠন করবে। কোরআনের ভিত্তিতে এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি।তিনি আরও বলেন, খুনিদের দ্রুত বিচার হোক,ন্যায় বিচার হোক। বিচার হলেই শহিদদের পরিবার ও দেশবাসী শান্তি পাবে। সরকার প্রত্যেক শহিদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন সেটা দেওয়া হলে পরিবারের জন্য উপকার হবে। এছাড়া আহত যারা আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের সংগঠন থেকে তৌফিক অনুয়ায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো।তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেঝো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়।নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিঅ্যান্ডটি এলাকায়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন।মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। মারা যাওয়ার ৪ দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। মারা যাওয়ার আগে সেলিম তালুকদার জানতেন না সন্তানের বাবা হবেন। গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে তার স্ত্রীর কন্যা সন্তান জন্ম হয়এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি দেওয়া হবে: সিইসি
দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি দেওয়া হবে: সিইসি

দ্বৈত নাগরিকত্ব থাকলেও কোনো ব্যক্তি যদি নিজেকে বাংলাদেশি নাগরিক প্রমাণ করতে পারেন তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে বলে Read more

ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে ২ বৃদ্ধ নিহত 
ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে ২ বৃদ্ধ নিহত 

গাজীপুরের শ্রীপুরে রেলসেতু পার হওয়ার সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতু থেকে ছিটকে পড়ে দুই বৃদ্ধ নিহত হয়েছে। 

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী সেলফী বাস
মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী সেলফী বাস

ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী সেলফী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

খেলাপি আদায়ে অর্থ ঋণ আদালতকে আরও সক্রিয় করছে সরকার: অর্থ উপদেষ্টা
খেলাপি আদায়ে অর্থ ঋণ আদালতকে আরও সক্রিয় করছে সরকার: অর্থ উপদেষ্টা

খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালত আরও সক্রিয় করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন