২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় তিল ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০০ কৃষকের মধ্যে ৩০০ জন কৃষককে ১ কেজি তিলের বীজ, ১০০ জন কৃষককে ৫ কেজি মুগের বীজ, প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার মো. নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলমসহ উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান সময়ের কন্ঠস্বরকে বলেন, উপজেলার ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিল ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় উপজেলার কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরও উদ্বুদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।এসআর
Source: সময়ের কন্ঠস্বর