বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের আলেমা নীটওয়ার লিমিটেডের শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিক অসন্তোষের ফলে আশপাশের অন্তত ১২ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেকটর ফারুক হোসেন জানান, সকাল ৯টার দিকে আলেমা নীটওয়ার লিমিটেডের তিন শতাধিক শ্রমিকেরা পেয়ারা বাগান বাসস্ট্যান্ড থেকে গাজীপুর বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।শ্রমিকেরা জানান, আমাদের কারখানায় ৩ শতাধিক শ্রমিক রয়েছে। আমাদের প্রতি মাসে সঠিক সময়ে বেতন পাচ্ছি না। গত মাসের বেতন এখনো পায়নি।  কারখানার কিছু শ্রমিক রয়েছে যারা দুই মাসের বকেয়া বেতন পাবেন। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করে বেতন দেন না। এসব দাবি নিয়ে আমরা আজকে মহাসড়কে নেমে এসেছি।গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, অনিয়মিত বেতন পরিশোধের কারণে শ্রমিক অসন্তোষ বিরাজ করেছে। সকাল ১০টার দিকে আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে ফ্যাকটরির শ্রমিকেরা বাইপাস রোডে ঢুকে পড়েছিল। এ সময় বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা ইটপাটকেল মারলে আতঙ্কে, রোয়া ফ্যাশন লিমিটেড। ম্যস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড। ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড। রোজ সোয়েটার লিমিটেড। স্কয়ার ফ্যাশন লিমিটেড। ফারদার ফ্যাশন লিমিটেডসহ অন্তত ১২টি ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আলেমা নীটওয়ার লিমিটেডের কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাবিতে গ্রাজুয়েট রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত
জাবিতে গ্রাজুয়েট রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে গ্রাজুয়েট রিসার্চ কনফারেন্স-২০২৪।

লেলেগাঁও ও গ্যাংটক ভ্রমণের দিনরাত্রি 
লেলেগাঁও ও গ্যাংটক ভ্রমণের দিনরাত্রি 

অদৃষ্ট না পুরুস্কার বড়- এই বিতর্ক শেষ হয়নি। হয়তো হবেও না। এই গোলোকের রহস্য কতটুকুই বা উন্মোচিত হয়েছে!

ছাত্রলীগের চার নেতাকে গুলি: স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
ছাত্রলীগের চার নেতাকে গুলি: স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের চার নেতাকর্মীকে গুলির ঘটনায় মামলা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন