সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লায় মেসার্স মদিনা ইন্টারন্যাশনাল নামের একটি ভেজাল মবিল উৎপাদন কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।রবিবার (১৬ মার্চ) বিকেলে  ভোক্তা অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা অফিসের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। এ সময় কারখানার মালিক রেজাউল করিমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বিদেশি মোড়ক লাগানো এবং লেবেল বিহীন ৩৪৩ বোতল ও ৪ ড্রাম পরিপূণ মবিলসহ উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। কারখানার মালিক বিভিন্ন রঙের পাত্রে কোনটায় লেভেল বিহীন আবার কোনটায় চায়না মোড়ক লাগিয়ে এ সব ভেজাল মবিল বাজারে বিক্রি করে আসছিলেন। আদালত কারখানাটি সিলগ্যালা করে দেন। শনিবার উল্লাপাড়ার গণমাধ্যম কর্মীরা অনুসন্ধন চালিয়ে এই ভেজাল মবিল কারখানার সন্ধ্যান পান। পরে তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহেল শেখ জানান, খবর পেয়ে তারা রোববার উক্ত ভেজাল মবিল কারখানায় অভিযান চালান। এই কারখানার মালিক বিভিন্ন ভেজাল সামগ্রী দিয়ে মবিল উৎপাদন করে তা প্রতি লিটার বোতল ও ড্রামে ভরে বিদেশি মোড়ক লাগিয়ে বাজারে বিক্রি করছিলেন। তিনি কারখানা থেকে উৎপাদিত সমুদয় মবিল জব্দ করেন এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন। বন্ধ করে দেওয়া হয়েছে কারখানা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনোদনকেন্দ্রে রাইডে চড়ে উচ্ছ্বসিত শিশুরা
বিনোদনকেন্দ্রে রাইডে চড়ে উচ্ছ্বসিত শিশুরা

রাজধানীর আজিমপুর থেকে বাবা মনির হোসেনের সঙ্গে এসেছেন দুই সন্তান সাব্বির ও তার বোন সোহেলী। তারা বিভিন্ন রাইডে উঠেছেন।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেব্রুয়ারি মাসে বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, শিকারপুর, কাশিপুর, শাহজাদপুর, মাসিলা, হিজলী, আন্দুলিয়া ও পাঁচপীরতলা সীমান্ত Read more

সিএসই-৫০ সূচক সমন্বয়
সিএসই-৫০ সূচক সমন্বয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন