দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার প্রশ্নে আরেকটি অশনিসংকেত তৈরি হয়েছে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল এবং প্রধান কার্যালয় দখলের ঘটনায়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।রবিবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ ও গণমাধ্যমের অস্তিত্ব সংকটে ফেলা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য হতে পারে না। তারা অবিলম্বে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দেওয়া ও এর প্রধান কার্যালয় অবৈধ দখলমুক্ত করার দাবি জানান।মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক ও বিশিষ্টজনরা অভিযোগ করেন, প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের প্রত্যক্ষ মদদে সশস্ত্র সন্ত্রাসীরা যায়যায়দিন পত্রিকার তেজগাঁও শিল্পাঞ্চলস্থ প্রধান কার্যালয় দখল করেছে। একইসঙ্গে ভিত্তিহীন অজুহাত দেখিয়ে পত্রিকার ডিক্লারেশন বাতিল করানো হয়েছে। এ ঘটনাকে তারা কেবল একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং পুরো সাংবাদিকতা পেশার জন্য ভয়াবহ হুমকি হিসেবে অভিহিত করেন।বক্তারা আরও বলেন, বর্তমান সরকার গণমুখী নানা উদ্যোগ গ্রহণ করলেও কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। একটি সংবাদপত্র বন্ধ করে দেওয়া এবং এর কার্যালয় দখলের মতো ঘটনা ফ্যাসিবাদী আচরণেরই নজির, যা কোনো গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায় না। তারা বলেন, সাংবাদিক সমাজ কখনোই অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না, বরং স্বাধীন সাংবাদিকতার পক্ষে সর্বদা রুখে দাঁড়াবে।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন-বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহার এবং অবৈধ দখলমুক্তির জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন-এর সিনিয়র রিপোর্টার খোরশেদুল আলম শামীম, স্টাফ রিপোর্টার মনির ফয়সাল, সিনিয়র নির্বাহী রাজীব গাঙ্গুলী, মাল্টিমিডিয়া রিপোর্টার সাহিদুল ইসলাম মাসুমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।এছাড়া, চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, সংবাদপত্র কণ্ঠরোধের বিরুদ্ধে চট্টগ্রামের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীন সংবাদমাধ্যমের টিকে থাকা দেশের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। যদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়, তবে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এ অন্যায়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে এবং যায়যায়দিন পত্রিকার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।এ ঘটনাকে কেন্দ্র করে দেশের অন্যান্য সাংবাদিক সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করে, সংবাদমাধ্যমের ওপর চাপ সৃষ্টি না করে স্বাধীন মতপ্রকাশের পথ সুগম করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ধারের টাকা পরিশোধ করতে এটিএম বুথ লুট করার পরিকল্পনা করে আরিফুল’
‘ধারের টাকা পরিশোধ করতে এটিএম বুথ লুট করার পরিকল্পনা করে আরিফুল’

মধুমতি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ডকে হত্যার ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডমিনেজ স্টিলের ইজিএমের নতুন তারিখ নির্ধারণ
ডমিনেজ স্টিলের ইজিএমের নতুন তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।

কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় ছাত্রলীগ
কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় ছাত্রলীগ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান ছাত্রলীগও চায়।

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে দেশ আরও এগিয়ে যেত
বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে দেশ আরও এগিয়ে যেত

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে আওয়ামী লীগের Read more

চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন আইনমন্ত্রী
চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন আইনমন্ত্রী

কোটাবিরোধী আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গণমাধ্যমে কথা বলবেন আইনমন্ত্রী আনিসুল হক।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন