ইসলাম ধর্ম ও ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।আবারো নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের দুই শিক্ষার্থী এবং ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, পরে প্রশাসনের বিচার নিয়ে গড়িমসি দেখে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।রবিবার (১৬ মার্চ) সকাল ১১ টার সময় শিক্ষার্থীরা প্রথমে অভিযোগ নিয়ে ফার্মেসি বিভাগে অভিযোগ দিতে যান এবং অভিযুক্ত শিক্ষার্থীদের পরীক্ষায় না বসতে দেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে বিভাগ থেকে বের হয়ে বিক্ষোভ সমাবেশ করে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবণে বিচারের দাবীতে অবস্থান নেন শিক্ষার্থীরা।গত সপ্তাহে ইউআরপি বিভাগের দুই শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশিষ্ট ইসলামিক বক্তা ড. জাকির নায়েক সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অবমাননাকর মন্তব্য করেন বলে জানা যায়। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়ে এক দিনের আলটিমেটাম দেন। তবে তিন দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।এদিকে, গতকাল শনিবার ফার্মেসি বিভাগের হিন্দু সম্প্রদায়ের কিছু শিক্ষার্থীর ব্যক্তিগত মেসেঞ্জার গ্রুপ থেকে ইসলাম ধর্ম, এর বিধিবিধান ও নিয়ম-কানুন নিয়ে হাস্যরস ও কটূক্তিমূলক কথাবার্তার স্ক্রিনশট ফাঁস হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ক্ষোভ আরও বেড়ে যায় এবং শিক্ষার্থীরা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি; বরং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদের ভাষ্যমতে, বিক্ষোভের এক পর্যায়ে প্রশাসন শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা তাতে সন্তুষ্ট হতে পারেননি। ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন এবং বিচারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।একজন বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিচারের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন কালক্ষেপণ করছে। আমরা চাই, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। নইলে আমাদের আন্দোলন চলবে।”বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর কামরুজ্জামান খান শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান,”শিক্ষার্থীদের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”তবে শিক্ষার্থীরা তদন্ত কমিটির আশ্বাসে আশ্বস্ত না হয়ে প্রমানিত দোষীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনিক ভবণসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং তাৎক্ষণিক বিচারের দাবী তোলেন।প্রক্টর সূত্রে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ধর্ম অবমাননার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিকর্ণ দাস দিব্য এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কুন্ডকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দুদের বাড়িঘর–মন্দিরে হামলা নিয়ে বিবিসির অনুসন্ধানে যে তথ্য উঠে এলো
হিন্দুদের বাড়িঘর–মন্দিরে হামলা নিয়ে বিবিসির অনুসন্ধানে যে তথ্য উঠে এলো

ভিডিওগুলো অত্যন্ত বেদনাদায়ক-কোনোটিতে বাড়িঘর আগুনে জ্বলছে, কোনোটিতে ভয়ানক সহিংসতা, কোনোটিতে আবার সহায়তা চেয়ে নারীদের ক্রন্দনের দৃশ্য।

স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও
স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এরই মধ্যে জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াবে ১৭ Read more

মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর
মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এনিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার এই রাজধানী। Read more

সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার
সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে মাদক বিক্রেতার বাড়িতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে চিহ্নিত মাদক বিক্রেতা মোহাম্মদ হোসেন (৩০) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন