আমাদেরই দলের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগের এজেন্টরা নব্য বিএনপি হয়ে দলে অনুপ্রবেশ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া।শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর চরনারানদিয়া বাঁশতলা বাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি নিউটন মিয়া বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদীরা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড করার পায়তারা শুরু করেছে। এরা বিএনপি নামধারী আওয়ামী লীগের এজেন্ট। গত ১৭ বছর দলের কোনো কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তাদের দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামী লীগে যোগ দিয়ে সুবিধা ভোগ করেছেন। এখন আবার বিএনপি থেকে সুবিধা পেতে দলে অনুপ্রবেশের চেষ্টা করছে। এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইমরান খান ইয়ানুরের সঞ্চালনায় নিউটন মিয়া আরো বলেন, ছাত্র-জনতা ও বিএনপির আন্দোলনের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কুদ্দুস শেখ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল সর্দার, ইউনিয়ন বিএনপি নেতা আকবার মোল্যা ও ইউনিয়ন যুবদল নেতা মোতালেব মোল্যা প্রমুখ।ইফতার পূর্ব মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর