দেশব্যাপী নারী দের প্রতি নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানিসহ সার্বিক  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখা।শনিবার (১৫ মার্চ) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী, সম্পাদক মন্ডলীর সদস্য সুজস তঞ্চঙ্গ্যা, ম্যাম্যা চিং, উহ্লাশৈ মার্মা প্রমুখ।মানববন্ধনে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী বলেন ৫ই আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন ও সুন্দর একটি রাষ্ট্র পাবো বলে আমরা আশা করেছিলাম। যেখানে দেশের সকল নাগরিক, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে  নিরাপদে বসবাস করতে পারবে। তবে  বর্তমান পরিস্থিতিতে ধর্ষণ , ডাকাতি, খুন, মব জাস্টিসের মতো ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে, যা আমাদের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি  সাংঘর্ষিক।নারীরাই আমাদের সমাজের শক্তি এগিয়ে যাওয়ার প্রেরণা উল্লেখ করে তিনি আরো বলেন, যদি নারী স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়। আমরা চাই, নারীদের প্রতি সহিংসতা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুক  এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত হোক।মানববন্ধনে বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবার নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।এই সময় নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে গণসংহতি আন্দোলন ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মসূচি পালনের ঘোষণা দেন।শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা, নারীর প্রতি সহিংসতা বন্ধে শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আন্দোলন ও রাষ্ট্রীয় কঠোরতার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জোড় দাবি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবস পালন
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ Read more

ফুলের সাজানো গাড়িতে পুলিশ কনস্টেবলের বিদায়
ফুলের সাজানো গাড়িতে পুলিশ কনস্টেবলের বিদায়

হবিগঞ্জে কর্মরত পুলিশ কনস্টেবল মো. আবু কাউছার চাকরি থেকে অবসর নেওয়ায় ফুলের সাজানো গাড়িতে করে বিদায় জানানো হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন