রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ পেশাদার ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ২০০ টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ জব্দ করা হয়েছে।শনিবার (১৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন— মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মো. ওয়াসিম আকরাম (৩৫), মো. সুমন (৩০), মো. সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)।তালেবুর রহমান বলেন, শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসাইন। এ সময় বাসে যাত্রী ওঠানোর মুহূর্তে কয়েকজন ছিনতাইকারী এক ব্যক্তির কাছে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সার্জেন্ট সোহরাব উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত এক লাখ টাকা উদ্ধার করা হয়।একই দিন রাত ৮টা ৪০ মিনিটের দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরের সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো. রবিন রানা। এক পথচারীর চিৎকার শুনে তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং ছিনতাইয়ের চেষ্টাকালে সুলতান মাহমুদ খান নামে একজনকে ধরে ফেলেন।অন্যদিকে, রাত ১২টা ১০ মিনিটে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে জনসাধারণের সহায়তায় মোহাম্মদ শান্ত নামে একজনকে আটক করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। এ সময় তার কাছ থেকে তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ দুইশ টাকা ও একটি ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

১৫ মে: নামাজের সময়সূচি
১৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন