ব্যবসায়ী আব্দুস সামাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।শুক্রবার(১৪ মার্চ)দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন মহব্বতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মারফত আলী, সহ সভাপতি সামছুল ইসলাম,সেক্রেটারি পারভেজ হোসাইন,ব্যবসায়ী মাওলানা বাশির আহমদ,বাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেন,জফির আলী,চান মিয়া প্রমুখ।মানববন্ধনে বক্তারা জানান,মহব্বতপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদের খুনিদের মধ্যে দুজনকে আটক করলেও বাকীরা এখন পালিয়ে আছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়ে বক্তাগন বলেন,আব্দুস সামাদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আব্দুস সামাদের মা ও স্ত্রীকেও তারা হত্যার উদ্দেশ্য মারধর করার গুরুত্বর আহত হয়ে তারা এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে।উল্লেখ্য, গত শনিবার পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ (৩৫) গুরুত্বর আহত হয়ে চারদিন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে মৃত্যুবরণ করে। এঘটনার পরের দিন রোববার ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুস সামাদের বড় ভাই আব্দুল মান্নান। এই ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। নিহত আব্দুস সামাদ উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়াঘর গ্রামের মৃত আনজব আলীর ছেলে। এমআর
Source: সময়ের কন্ঠস্বর