রাজশাহীর একদল বিনিয়োগকারী প্রতারণার শিকার হয়েছেন একটি মোবাইল অ্যাপে বিনিয়োগের নামে। ইউএস অ্যাগ্রিমেন্ট নামের একটি অ্যাপে টাকা রেখে মাসিক উচ্চ মুনাফার আশায় তারা প্রায় ৮৭ লাখ টাকা বিনিয়োগ করেন। তবে প্রতিশ্রুত মুনাফা তো দূরের কথা, মূল টাকাটুকুও ফেরত পাননি তারা।এই প্রতারণার ঘটনায় রাজশাহীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সাইফুল ইসলামসহ মোট সাতজন ভুক্তভোগীর বিনিয়োগের তথ্য মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।প্রতারকচক্রটি দাবি করেছিল, ইউএস অ্যাগ্রিমেন্ট অ্যাপে বিনিয়োগ করলে প্রতি এক লাখ টাকার জন্য মাসে ১১,২০০ টাকা মুনাফা পাওয়া যাবে। এই লোভনীয় অফারের ফাঁদে পড়ে সাইফুল ইসলাম ১৫ লাখ, জাকির হোসেন ১২ লাখ, শারমীন সুলতানা ২০ লাখ, তাহেরুল ইসলাম ৬ লাখ, রাজীব সাহা ১৭ লাখ, আনোয়ার হোসেন ৮ লাখ এবং আশরাফুল রহমান ৯ লাখ টাকা বিনিয়োগ করেন।এই চক্রটি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন সেমিনারের আয়োজন করেছিল, যেখানে তারা মূলত সম্ভাব্য মুনাফার কথা বলে বিশ্বাস অর্জন করে। এরপর ২০২২ সালের ৫ ডিসেম্বর বিনিয়োগকারীরা টাকা দেন এবং তাদের অ্যাপে লগইন করে দেওয়া হয়। কিন্তু কোনো লাভ তো আসেনি, উল্টো মূল টাকা তুলতেও পারেননি তারা।গত ২১ ফেব্রুয়ারি মামলার বাদী সাইফুল ইসলাম প্রতারকদের মধ্যে কয়েকজনের সঙ্গে দেখা করেন এবং টাকা ফেরত চান। কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দেন যে টাকা ফেরত দেওয়া হবে না। বরং টাকা চাইতে থাকলে বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেন।এই ঘটনার পরই সাইফুল ইসলাম মামলা করেন এবং আদালত চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা হলেন—  সজীব কুমার ভৌমিক ওরফে মাহাদী হাসান (৩৩), ইউএস অ্যাগ্রিমেন্টের বাংলাদেশ প্রধান  মোতালেব হোসেন ভুঁইয়া (৩৫), কান্ট্রি লিডার  ওয়াহেদুজ্জামান সোহাগ (৩৮), রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক  ফাতেমাতুজ জহুরা মিলি (৩২), রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক ও ওয়াহেদুজ্জামানের স্ত্রী মিঠুন মণ্ডল (৩৬), রাজশাহীর এজেন্ট ওয়াজেদ আলী খেবির (৬০), মোজাহার আলী (৫৫), মো. ওবাইদুল্লাহ (৪৩)।তাদের মধ্যে সজীব কুমার ভৌমিক নোয়াখালী, মোতালেব হোসেন লক্ষ্মীপুর ও ওবাইদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। বাকিরা রাজশাহীর বিভিন্ন এলাকার বাসিন্দা।আইনজীবী শামীম আখতার হৃদয় জানিয়েছেন, ২০২৪ সালের শুরুতে রাজশাহীর আদালতে এ সংক্রান্ত আরও কয়েকটি মামলা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। এই মামলাটি নতুন সংযোজন। আগামী ২৯ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানি হবে।বিনিয়োগের ক্ষেত্রে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি থাকলেই সাবধান হওয়া উচিত। বিশেষজ্ঞরা মনে করেন, যদি কোনো প্রতিষ্ঠান বা অ্যাপ সন্দেহজনকভাবে অতিরিক্ত লাভের প্রতিশ্রুতি দেয়, তবে তা নিশ্চিতভাবেই প্রতারণার ফাঁদ হতে পারে।রাজশাহীর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের আরও সচেতন হওয়া প্রয়োজন, যাতে তারা ভবিষ্যতে এমন প্রতারণার শিকার না হন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কারণে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের খবর নেই ভারতের মিডিয়ায়
যে কারণে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের খবর নেই ভারতের মিডিয়ায়

বাংলাদেশে ব্যাপক ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লেও তা নিয়ে একরকম উদাসীন রয়েছে প্রতিবেশী ভারতের গণমাধ্যম। দুই দেশের সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই Read more

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে মোদির শুভেচ্ছা
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে মোদির শুভেচ্ছা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম Read more

ব্যবসার স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ না থাকলে হবে জরিমানা
ব্যবসার স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ না থাকলে হবে জরিমানা

ব্যবসার স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ না থাকলে আর্থিক জরিমানার প্রস্তাব করা হবে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে। রাজস্ব আদায়ের নতুন ক্ষেত্র প্রস্তুত Read more

ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত: কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী
ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত: কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন