দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম কামরুল ইসলাম (৩৩)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে।নিহত কামরুলের ভাই কামরুজ্জামান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দেন। দেশে ফেরার কথা ছিল তার। বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। বাড়িতে নতুন ভবনও করেছেন সম্প্রতি। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তার।কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ। এসময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও অর্থ আছে ভেবে তাকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম জানান, নিহতের বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড় রেমাল: জোয়ারে সুন্দরবন প্লাবিত
ঘূর্ণিঝড় রেমাল: জোয়ারে সুন্দরবন প্লাবিত

বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে সুন্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

টেনিস টাইটান্সের লড়াইয়ে জকোভিচের জয়
টেনিস টাইটান্সের লড়াইয়ে জকোভিচের জয়

দুই টেনিস টাইটান্স নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল অলিম্পিক গেমসের টেনিসের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন আজ সোমবার রাতে।

আশাশুনি থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি
আশাশুনি থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি

সাতক্ষীরার আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারীকে নিজ থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলার স্ট্যান্ডিং ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন