দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অবৈধ বালু ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সংবাদ পেয়ে চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এসময় বালু পরিবহনকারী ট্রাক্টর চালক ও তার সহকারীকে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ কারাদণ্ড দেন। এর আগে থানা পুলিশের সহায়তায় উপজেলার করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা কুয়াতপুর এলাকার মৃত হরেন এর ছেলে ট্রাক্টর চালক পল্লব কুমার (২৪) ও একই এলাকার চালকের সহকারী মৃত ছাত্তারের ছেলে শাহিন হোসেন (২০)। স্থানীয় লোকজন জানান, করতোয়া নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে বেশ কয়েকটি চক্র। তারা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলনের ব্যবসার সাথে জড়িত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে তাঁরা আগেই সেসব জায়গা থেকে সটকে পড়েন। এ সময় বালু পরিবহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চালক ও তার সহকারীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন দিনের সাজা প্রদান করা হয়েছে।রফিকুল ইসলাম বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
 নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান বিভিন্ন দেশের
 নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান বিভিন্ন দেশের

মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘর্ষের আশঙ্কায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৫ Read more

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫০
গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫০

নতুন যুদ্ধবিরতি আলোচনা হওয়া সত্ত্বেও ইসরায়েলি বাহিনী উত্তর গাজা উপত্যকার অঞ্চলে আক্রমণ চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই হামলায় অন্তত ৫০ Read more

কোটা বাতিলের দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা বাতিলের দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন