জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালনসহ মানববন্ধন করেছে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।বৃহস্পতিবার (১৩ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করেন তাঁরা।এর আগে সারাদেশে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিকের নেতৃত্বে জেলা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে কর্মকর্তারা বলেন, ২০০৭ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন। হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিষেবাকে স্বাধীন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে নতুন কাঠামো তৈরিসহ অন্যান্য সরকারি অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে। তাই সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তাঁরা।এদিকে কর্মবিরতি পালনের কারণে চরম দুর্ভোগে পড়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ। তাঁরা বলেন, আগে থেকে না জানার কারণে সেবা নিতে এসে চরম দুর্ভোগে পড়তে হয়েছে, কোন কর্মকর্তা-কর্মচারী তাদের চেয়ারে বসেনি। সরকারের উচিত এই বিষয়ে দ্রুত কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করা।এসময় মানববন্ধন উপস্থিত ছিলেন- অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, মো. আব্দুর রহিম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, মো. মাহমুদুল আলম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ হোসনে আরাসহ আঞ্চলিক, জেলা ও সদর উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিএসইতে সূচক-লেনদেন বেড়েছে, সিএসইতে পতন
ডিএসইতে সূচক-লেনদেন বেড়েছে, সিএসইতে পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ জুন) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বিটিআরসির দুই উপ-পরিচালক বহিষ্কার
বিটিআরসির দুই উপ-পরিচালক বহিষ্কার

রোববার (১১ আগস্ট) বিটিআরসি পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

খুলনায় ২ এসআইয়ের মারামারি, মাথা ফাটল একজনের
খুলনায় ২ এসআইয়ের মারামারি, মাথা ফাটল একজনের

খুলনার কয়রা থানা পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬
নরসিংদীতে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে।

অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার
অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন