পবিত্র ঈদুল ফিতর আসলেই ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু সমাজের এক শ্রেণির মানুষ আছেন, যাদের কাছে উৎসবের দিনগুলোও আসে অভাব-অনটনের গ্লানি নিয়ে। ঈদের দিনে যেন কেউ অভুক্ত না থাকেন, সেই লক্ষ্যে চট্টগ্রামের আড়াই লাখের বেশি হতদরিদ্র ও দুস্থ পরিবার পাচ্ছে সরকারের বিশেষ খাদ্য সহায়তা বিনামূল্যে ১০ কেজি করে চাল।বিষয়টি সময়ের কণ্ঠস্বর কে নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. ফখরুল আলম বলেন, “ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত ‘ভালনারেবল গ্রুপ ফিডিং’ (ভিজিএফ) কর্মসূচির আওতায় ঈদের আগে (২০ থেকে ২২ রমজানের মধ্যে) চট্টগ্রামের ১৫ উপজেলা ও ১৫ পৌরসভায় এই চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে বরাদ্দকৃত চাল চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের হাতে এসে পৌঁছেছে এবং শিগগিরই জনপ্রতিনিধিদের মাধ্যমে সুবিধাভোগী পরিবারের হাতে তুলে দেওয়া হবে।ঈদুল ফিতর উপলক্ষে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশের ১ কোটি দরিদ্র পরিবার পাচ্ছে এই সহায়তা। ঈদের আনন্দ যেন সবার দোরগোড়ায় পৌঁছে যায়, সেই লক্ষ্যে সরকার বিনামূল্যে চাল বিতরণসহ বিভিন্ন খাদ্য নিরাপত্তামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।খাদ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এবারের ঈদকে কেন্দ্র করে—১ কোটি পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে। ৫০ লাখ পরিবার মাত্র ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবে। চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে প্রতিদিন ৪১ টন চাল ও ৪১ টন আটা সরবরাহ করা হচ্ছে। আরও ৫০ লাখ পরিবার দুই মাসে ১ লাখ টন চাল পাবে।বিশেষ করে, ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির মাধ্যমে একজন ব্যক্তি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা কিনতে পারবেন। চট্টগ্রামের ২৯টি ওয়ার্ডে নির্দিষ্ট ডিলার থাকলেও ১২টি ওয়ার্ডে ট্রাকের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি করা হচ্ছে, যা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে।গত বছর চট্টগ্রামে ২ লাখ ৪৪ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছিল। এবার সেই বরাদ্দ বাড়িয়ে আড়াই লাখের বেশি পরিবারকে দেওয়া হচ্ছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর