চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী ও অটোরিকশাচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯ টার দিকে দোহাজারী পৌরসভা এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রেল স্টেশন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আমানত উল্লাহর ছেলে অটোরিকশা চালক রুহুল আমিন, জসিম উদ্দিনের ২ সন্তান ৭ম শ্রেণীর ছাত্র ওয়াকার উদ্দিন ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী। এসময় তাসিন আক্তার (১৬) নামের আরেকজন আহত হয়। নিহত ও আহত সবাই দোহাজারী জামিরজুড়ী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দোহাজারী পৌরসভার রেলস্টেশন সড়কের মোড়ে চট্টগ্রামগামী পূরবী বাসের ধাক্কায় অটোরিকশা চালক ও ১ জন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারায়, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১ জন মৃত বলে জানা যায়।দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবি/আরআই
Source: সময়ের কন্ঠস্বর